ভাইফোঁটার পরেও লম্বা ছুটি পাচ্ছে রাজ্যের সরকারি কর্মীরা! একেই বলে সোনার কপাল, সামনে এলো নবান্নের প্ল্যান

ভাইফোঁটার পরেই সরকারি কর্মীদের দুর্দান্ত উপহার দিল নবান্ন!একসঙ্গে টানা পাবে ছুটি, সামনে এলো হলিডে লিস্ট

ভাইফোঁটার পরেই সরকারি কর্মীদের
দুর্দান্ত উপহার দিল নবান্ন!

একসঙ্গে টানা পাবে ছুটি
সামনে এলো হলিডে লিস্ট!

রাজ্য সরকারের কর্মচারীদের ছুটির জোয়ার শুরু হয়েছে! দুর্গা পুজো থেকে শুরু করে ভাইফোঁটা পর্যন্ত টানা ছুটি পেয়েও ছুটি যেন শেষই হচ্ছে না। অনেকেই ভেবেছেন ভাই ফোঁটার পর যে কাজ শুরু হবে, সহজে ছুটি পাবেন না। কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের সোনার কপাল। তারা ভাই ফোঁটার পর আবারও ভালো রকমের ছুটি পাচ্ছেন। পরপর ২ দিন ছুটি পাবেন। অর্থাৎ টানা ২ দুদিন নো কাজ,,নো প্রেশার। কিন্তু কেন মিলছে দুদিনের ছুটি? কি কারণে এই ছুটি? অনেকেই জানেন না! দেরী না করে জেনে নিন কেন আবার ছুটি পাচ্ছেন আপনারা?

পরপর দু’দিনের যে ছুটিটি পেতে চলেছেন, সেটি আসলে ছট পুজোর ছুটি। চলতি বছর ১৯ নভেম্বর রবিবার,, সেই দিনই পড়েছে ছট পুজো। রবিবার হওয়ায় কারণে তার পরের দিন সোমবার অর্থাৎ ২০ নভেম্বর ছুটি দেওয়া হয়েছে। ফলস্বরূপ ১৯ শে নভেম্বর এবং ২০ নভেম্বর পরপর দুদিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারের কর্মচারীরা। ছট পুজো উপলক্ষে এই অতিরিক্ত ছুটির ঘোষণা করেছেন রাজ্য সরকার। ছট পুজোয় আগে সকলকে ছুটি দেওয়া হতো না, কেবল তাদেরকেই ছুটি দেওয়া হতো, যারা পূজোর কাজে অংশগ্রহণ করতেন। সম্প্রতি এই নিয়মে বদল আনা হয়েছে। এখন থেকে ছট পুজো উপলক্ষে রাজ্য সরকারের সমস্ত কর্মীদেরই ছুটি দেওয়া হয়। সব মিলিয়ে বেজায় খুশি রাজ্য সরকারের কর্মচারীরা। পুজোর পর কাজে ফিরলেও, উৎসবের রেশ যেন কাটতেই চাই না। এদিক থেকে রাজ্য সরকারের কর্মচারীরা কিছুটা হলেও সুবিধা পাবেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *