বাংলাদেশের ৩০০ বছরের পুরনো কালী মন্দির সংস্কার করছে মুসলিমরা! অনুদান চাইলেন মোদীর কাছে

৩০০ বছরের পুরনো মন্দিরকে, এবার নতুনভাবে সাজিয়ে তুলবে বাংলাদেশের মুসলিমরা! মোদীর কাছে চাইলেন সাহায্য

৩০০ বছরের পুরনো মন্দিরকে, এবার
নতুনভাবে সাজিয়ে তুলবে বাংলাদেশের মুসলিমরা!

করে তুলবে আরও ঝাঁকঝমক,
আর জনপ্রিয়!

মোদীর কাছে চাইলেন
সাহায্য!

হঠাৎ মুসলিমরা কেন
মন্দির সংস্কারে নেমে পড়ল?

ঠিক কি হচ্ছে দেশটিতে?

সম্প্রতি বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে সমস্যা বেড়েই বলেছে। দুটো সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধের অভাব দেখা দিচ্ছে। ঠিক এই পরিস্থিতিতেই নজির সৃষ্টি করলেন হিন্দু – মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষ। যারা বাংলাদেশের ৩০০ বছরের একটি পুরনো শ্মশান কালী মন্দিরকে উদ্ধার করতে একজোট হয়েছেন। মন্দিরটির বয়স ৩০০ বছর। বাংলাদেশের সবচেয়ে পুরনো মন্দিরগুলোর মধ্যে অন্যতম এই মন্দিরটি। কালের নিয়মে বিলুপ্ত হওয়ার পথে মন্দিরটি। এই মন্দিরটির প্রাণ ফেরাতেই প্রথম উদ্যোগ নেন মুসলিমরা। এরপর হিন্দুরা এগিয়ে আসেন। এমনকি এই মন্দিরের সংস্কারকার্যে অবদান রাখছেন খোদ নরেন্দ্র মোদী। মন্দিরটির পুনর্নির্মাণে বাংলাদেশের মুসলিমরা মোদির কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

তথ্য সূত্রে জানা গিয়েছে, মন্দিরটি ঢাকা থেকে ১৭৬ কিলোমিটার দূরে বাংলাদেশের মাগুরা জেলার ধুলজুড়ি গ্রামে অবস্থিত। ২০০০ সালে বাংলাদেশের একটি ভয়াবহ বন্যায় মন্দিরটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অনেকটা দূর ভেসে যায়। তখন থেকেই মন্দিরটির আসল গৌরব অনেকটাই হারিয়ে যেতে থাকে। কিন্তু মন্দিরটির ঐতিহ্য ও গৌরব এইভাবে নষ্ট হয়ে যাবে মেনে নিতে পারছিলেন না মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু হৃদয়বান মানুষ। তারাই মন্দিরটির আসল গৌরব ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষদেরও এই বিষয়ের সঙ্গে যুক্ত করেন। ইতিমধ্যেই মন্দিরটির পুনর্নির্মাণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির তরফে জানানো হয়েছে, মন্দিরটির সংস্কার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতের প্রধান মন্ত্রী মোদীর কাছে সাহায্য প্রার্থনা করা হয়েছে। তাদের বিশ্বাস ভারত এবং বাংলাদেশ সরকার যথাসাধ্য সাহায্য করলে,,, ৩০০ বছরে পুরনো কালী মন্দিরটি আবারো প্রাণ ফিরে পাবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *