কালী পুজো করছেন? অথচ এটাই জানেন না মা কালীর বাহন কে? উত্তর শুনলে চমকে যাবেন

কালী পুজো করছেন? অথচ এটাই জানেন না মা কালীর বাহন কে? উত্তর শুনলে চমকে যাবেন

কালী পুজো করছেন?
কিন্তু জানেন মা কালীর বাহন কে?

ভূত কিংবা রাক্ষস
ডাকিনী কিংবা ডুকিনি
এগুলোর একটাও নয়!

মা কালীর আসল বাহন
হল এই পশু

দেবী কালী, দুষ্টের দমন, শিষ্ঠের পালন। হিন্দু শাস্ত্র মতে ১৩ কোটি দেব দেবীর মধ্যে মা কালী অন্যতম। পরম শক্তির আরাধ্য দেবী মা কালী,, অত্যন্ত উগ্র ও ভয়ংকর। অন্য দেব দেবীর পুজোর মতন সাধারণ নয় তাঁর পুজো। সামান্য ভুল ক্রুটি হলেই ক্ষিপ্ত হন মা। শিবের বুকের উপর পা দিয়েই দাঁড়িয়ে থাকতে দেখা যায় রুদ্ররুপী মা কালীকে। মা কালীর রূপ সকলেরই চেনা। কিন্তু মা কালীর বাহন ঠিক কি? এখনো অনেকেই বলতে পারেন না। কেউ বলেন রাক্ষস, কেউ বলেন ডাকিনী, ডুকিনী! কিন্তু নাহ এগুলোর কোনোটিই নয়।

মা কালীর বাহন শিয়াল। একটু লক্ষ্য করলেই দেখবেন মা কালীর মূর্তির পাশেই একটি শিয়ালকেও দেখা যায়। শিয়াল কিভাবে মা কালীর বাহন হয়ে উঠল তার পিছনে আছে ধর্মীয় ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যাটি হল, মা কালীর বাসস্থান শ্মশান। তিনি শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ান। তাই মা কালীর সঙ্গে শ্মশানে অবস্থান করার জন্য উপযুক্ত বিবেচিত হয় শিয়াল। কারণ শিয়ালও অন্ধকার শ্মশানে ঘোরাঘুরি করে। তাই মা কালীর বাহন হয়ে ওঠে শিয়াল। অন্যদিকে, দ্বিতীয় ব্যাখ্যাটি হল, শিয়াল,, রাতের অন্ধকারে খাবারের সন্ধানে শ্মশানে ঘুরে বেড়ায়। একটি শিয়াল ডাক দিলেই অনেকগুলো শিয়াল এসে জড়ো হয়। গোটা পরিবেশ স্তব্দ ও ভয়ানক হয়ে ওঠে। এই সময় কেউ বাইরে যাওয়ার সাহস পাই না। বিভিন্ন শ্মশান কালী মন্দিরের বাইরে দলবদ্ধ শিয়াল বাহিনী দেখা যায়। তন্ত্র মতেও শ্মশান কালী পুজোয় শিয়ালের বিশাল ভূমিকা রয়েছে। শিয়াল যেমনই ধূর্ত তেমনি বুদ্ধিমান। তান্ত্রিকেরাও এটাই মানেন শিয়ালই হল মা কালীর বাহন। এছাড়া বিষ্ণু পুরানেও দেবী কালীর বাহন হিসেবে শিয়ালের কথা রয়েছে। সেখানে বলা হয়েছে বাসুদেব যখন গোকুলে যাওয়ার পথে সমুদ্র পার হচ্ছিল সেই সময় শিয়ালরুপি মা কালী তাঁকে সাহায্য করেছিল।

অতএব এখান থেকে বোঝা যাচ্ছে রাক্ষস কিংবা ডাকিনী ডুকিনি নয়, শিয়ালই হলো মা কালীর আসল বাহন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *