এই প্রথম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়মে বিরাট পরিবর্তন! এই নিয়মটির জন্যই টাকা পেত না মহিলারা

এই প্রথম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়মে বিরাট পরিবর্তন! এই নিয়মটির জন্যই টাকা পেত না মহিলারা

এই প্রথম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে
বিরাট পরিবর্তন!

বাংলার মা বোনেদের কথা ভেবেই,
বদলে গেল লক্ষ্মীর ভান্ডারের এই নিয়মটি!

যার জন্য টাকা পেত না মহিলারা!
বাতিল হত আবেদন!

তবে এবার আরও সহজ
লক্ষ্মীর ভান্ডার প্রক্রিয়া!
টাকাও পাবেন তাড়াতাড়ি!

বাংলার লাখ লাখ মহিলাদের
সুখবর শোনালেন দিলদরদী মমতা

কি সেই নিয়ম?
যা না জানলেই নয় !!

এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম তোলার জন্য দীর্ঘসময় ধরে অপেক্ষা করে থাকত হত। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম লেখানো হত। সারাবছর দুয়ারে সরকার বসে না। যখন যখন বসে কেবলমাত্র তখনই লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে পারেন মহিলারা। ফলে অধিকাংশ মহিলা নানা কারণেই লক্ষ্মীর ভান্ডারে নাম তোলার সুযোগ থেকে বঞ্চিত হন। অনেকে জানতেও পারেন না কখন কোথায় দুয়ারে শিবির বসছে। এই নিয়ে মহিলারা অভিযোগও তুলেছেন।

তবে এবার এই ধরনের কোনো সমস্যা হবে না। এবার লক্ষ্মীর ভান্ডারে নাম তুলতে দুয়ারে সরকারের জন্য অপেক্ষা করতে হবে। এখন থেকে সারাবছর রাজ্যের যে কোনো স্থান থেকেই লক্ষ্মীর ভান্ডারে নাম তুলতে পারবেন। ২৫ বছরের যে কোনো মহিলাই এই সুবিধা পাবেন।

কিভাবে আবেদন করবেন?

নবান্ন সূত্রে জানানো হয়েছে, যারা গ্রামের বাসিন্দা তারা কাছের বিডিও অফিসে গিয়ে আবেদন জমা করবেন।

শহরের ক্ষেত্রে এসডিও অফিসে জমা দেবেন।

কলকাতার বাসিন্দারা পুরসভার দফতরে গিয়ে আবেদন দেবেন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহজ করে দেওয়ায় খুশিতে আত্মহারা বাংলার মা বোনেরা। তবে এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। লোকসভার আগে এটাই নাকি মুখ্যমন্ত্রীর বড়সড় মাস্টারস্ট্রোক, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *