শাহরুখ খানের পাঠান নাকি সানি দেওলের গদর? ২০২৩ সালে সবচেয়ে বেশি টাকা কামিয়েছে কোন সিনেমা?

শাহরুখ খানের পাঠান নাকি সানি দেওলের গদর? ২০২৩ সালে সবচেয়ে বেশি টাকা কামিয়েছে কোন সিনেমা?

শাহরুখ খানের পাঠান নাকি
সানি দেওলের গদর?

২০২৩ সালে সবচেয়ে বেশি টাকা
কামিয়েছে কোন সিনেমা?

বেরিয়ে এলো চাঞ্চল্যকর রেজাল্ট!

বিগত কিছু সময় ধরেই পায়ের তলার মাটি টলমল করছিল শাহরুখের। পরপর বেশ কয়েকটি সিনেমায় সেভাবে জাদু দেখাতে পারেননি কিং খান। তবে খেলা ঘুরিয়ে দিয়েছেন ২০২৩ সালে। চলতি বছর পর পর ভালো কাজ উপহার দিয়েছেন দর্শকদের। একদিকে পাঠান, অন্যদিকে জওয়ান, সব মিলিয়ে রাজকীয় সূচনা। একই সাথে পর্দায় ধামাকাদার এন্ট্রি নিয়েছেন সানি দেওল। গদর টু এর হাত ধরেই আরো একবার জাত চিনিয়েছেন তিনি। ভক্তদের একটুও নিরাশ করেননি। তবে এগুলো ছাড়াও এই বছর আরো অনেক সিনেমা মুক্তি পেয়েছে। সবগুলো সিনেমার ব্যবসায়িক সাফল্য বিচার করে একটি রিপোর্ট কার্ড সামনে এসেছে। যেখান থেকে জানতে পারবেন , ২০২৩ সালে কোন সিনেমা হিট, কোন সিনেমা সুপারহিট কিংবা কোন সিনেমা ফ্লপ যাবতীয় খুঁটিনাটি। বছর শেষ হওয়ার আগে এক নজরে দেখুন এই তালিকাটি –

২০২৩ সালের মোস্ট ফ্লপ তকমা পেয়েছে –

কুত্তে
শেহজাদা
সেলফি
পন্নিয়িন সেলভান ২ (হিন্দি),
আদি পুরুষ
দ্যা গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি
থ্যাঙ্ক ইউ ফর কামিং
মিশন রাণীগঞ্জ

এই সিনেমাগুলো ৫০ শতাংশেরও কম উপার্জন করেছে। তাই এগুলোকে বলা হচ্ছে ফ্লপ সিনেমা।

২০২৩ সালে এভারেজ সিনেমার তকমা পেয়েছে –

তু ঝুটি ম্যায় মক্কার
১৯২০ হররস অফ দ্য হার্ট
এন্ট ম্যান এন্ড দ্য ওয়াসপ

এই সিনেমাগুলো ৫০ শতাংশের আশেপাশে উপার্জন করতে পেরেছে। তাই এগুলোকে বলা হয় এভারেজ সিনেমা।

যদি কোনও সিনেমা বাজেটের থেকে সামান্য বাড়তি উপার্জন করতে পারে সেই ছবিকে প্লাস ক্যাটাগরিতে রাখা হয়। এই তালিকায় রয়েছে –

গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩
জারা হাটকে জারা বাচকে
সত্য প্রেম কি কথা
বার্বি
রকি অর রানী কি প্রেম কাহানি
ড্রিম গার্ল ২

যদি কোনো সিনেমা বাজেটের থেকে দ্বিগুণ ইনকাম করে তাকে বলা হয় হিট সিনেমা। এই তালিকায় ঠাঁই পেয়েছে –

পাঠান
মিশন ইম্পসিবল
ও মাই গড ২
জওয়ান
ফুকরে ৩

আবার যেসব সিনেমা দ্বিগুণের থেকেও বেশি ইনকাম করে ও বক্স অফিসে ৫০ শতাংশ লাভ দেয় সেগুলোকে বলে হয় সুপার হিট সিনেমা। এই তালিকায় রয়েছে –

ওপেন হাইমার
ফাস্ট এক্স

আর সবশেষে বক্স অফিস কালেকশন ১০০ কোটি ছাপিয়ে ও বাজেটের ২০০ শতাংশ উপার্জন করে সুপার ডুপার হিট হয়েছে

দ্য কেরালা স্টোরি ও গদর ২

আর বাজেটের একটি টাকাও তুলতে পারেনি সালমান খানের কিসি কি ভাই কিসি কি জান

অর্থাৎ সাফল্যের শিখরে শাহরুখ, সানি দেওল এগিয়ে থাকলেও অনেকটাই পিছিয়ে সালমান খান।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *