২০২৩ সালের ভাইফোঁটায় বিরল সংযোগ! পর পর দুদিন থাকবে ভাইফোঁটা তিথি, তারমধ্যে সবচেয়ে শুভ এই দিনটি

২০২৩ সালের ভাইফোঁটায় বিরল সংযোগ! পর পর দুদিন থাকবে ভাইফোঁটা তিথি, তারমধ্যে সবচেয়ে শুভ এই দিনটি

২০২৩ সালের ভাইফোঁটায়
বিরল সংযোগ!

পর পর দুদিন থাকবে
ভাইফোঁটা তিথি!

তারমধ্যে সবচেয়ে শুভ এই দিনটি!
এদিন ফোঁটা দিলে ভাইয়ের মঙ্গল হতে বাধ্য!

এবছর কবে কবে পড়ল ভাইফোঁটার?
কতক্ষণ থাকছে শুভমুহূর্ত?

সামনেই ভাই ফোঁটা। এদিন প্রতিটি ভাই নিজের বোনের কাছ থেকে ফোঁটা নেয়। হিন্দু শাস্ত্রে ভাই ফোঁটার গুরুত্ব অনেক। নিজের বোনের কাছ থেকে পাওয়া এই ফোঁটা
ভাইয়ের আয়ু বাড়ায়। বোনের দেওয়া ফোঁটা ভাইকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে। যমের কুনজর থেকে দূরে রাখে। প্রচলিত ধারণা প্রতি বছর আচার অনুষ্ঠান মেনে ভাইফোঁটা দিলে ভাই বোনেদের অকাল মৃত্যু ঘটে না। চলতি বছরের ভাইফোঁটার সঠিক তারিখ নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। অনেকেই জানতে চাইছেন এই বছর ভাই ফোঁটার সঠিক তারিখ কোনটি। চলুন জেনে নেওয়া যাক চলতি বছর ভাইফোঁটার আসল তারিখটি সম্পর্কে –

চলতি বছরের ভাই ফোঁটা তিথি অত্যন্ত শুভ। এবার দুদিন পড়েছে ভাই ফোঁটা। দুদিনই ফোঁটা দিতে পারবেন। দুটো দিনই শাস্ত্রমতে অত্যন্ত পবিত্র। পঞ্জিকা মতে ১৪ ও ১৫ নভেম্বর দুদিন ধরে পালিত হবে ভাই ফোঁটা। কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১৪ নভেম্বর দুপুর ২টো ৩৬ মিনিট। শেষ হবে ১৫ নভেম্বর দুপুর ১টা ৪৭ মিনিটে। তবে আপনারা যদি জানতে চান ১৪ ও ১৫ তারিখের মধ্যে কোন তারিখটি সবচেয়ে শুভ? তাহলে বলা হবে ১৫ তারিখ। কারণ এদিন উদয়া তিথি থাকবে। হিন্দু শাস্ত্রের যে কোন শুভ কাজ উদয়া তিথিতে সম্পন্ন হয়। তাই এইদিন ভাইয়ের কপালে ফোঁটা দিলে ভাই চিরজীবী হবে।

ভারতের নানা জায়গায় ভাই ফোঁটা পালিত হয়। নানা জায়গায় নানা নামে পরিচিতি পায় ভাই ফোঁটা। ইতিমধ্যেই ভাইফোঁটার আমেজ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন দোকান পাটে ভাই ফোঁটা উপলক্ষে বিক্রি হচ্ছে নানা ধরনের সামগ্রী। ভাই বোনেদের উপহারের ছেয়ে গিয়েছে বাজার।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *