ভারতের রাষ্ট্রপতির বেতন

ভারতের রাষ্ট্রপতির বেতন কত জানেন? কত মাইনে পান ভারতের প্রধানমন্ত্রী  কিংবা রাজ্যপালরা? দেশের প্রধান নাগরিক হিসাবে কি কি  সুবিধা পান রাষ্ট্রপতি? অবসরের পর কত টাকা পেনশন পান ভারতের রাষ্ট্রপতি?  অবসরের পর আর কি কি সুবিধা পান দেশের রাষ্ট্রপতি? ভারতের উপরাষ্ট্রপতির বেতন কত? দেশের প্রধান বিচারপতির বেতন কত জানেন?

সাংসদদের বেতন – সাংসদদের বেতন, ভাতা এবং পেনশন আইন, ১৯৫৪ অনুসারে প্রত্যেক সাংসদ ১ লক্ষ টাকার মাসিক বেতন সহ  অন্যান্য সুযোগ-সুবিধা পান।

মুখ্য নির্বাচন কমিশনার – মুখ্য নির্বাচন কমিশনারের মাসিক বেতন  ২,৫০,০০০ টাকা।

প্রধান বিচারপতির বেতন – ভারতের প্রধান বিচারপতি প্রতি মাসে ২,৮০,০০০ টাকা বেতন পান। এছাড়া সরকারি খরচে একাধিক সুবিধাও পান  তিনি।

রাজ্যপালদের বেতন – ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপালদেরও বেতনভার থাকে কেন্দ্রীয় সরকারের কাঁধে। তাঁদের মাসিক বেতন হল ৩,৫০,০০০ টাকা।

উপরাষ্ট্রপতির বেতন – বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি হলেন এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়। রাজ্যসভার চেয়ারপার্সনের দায়িত্ব সামলান তিনি। সরকারী খরচে আবাসন, পরিবহণ এবং চিকিৎসার মতো অন্যান্য সুবিধা-সহ প্রতি মাসে ৪ লক্ষ টাকার বেতন পান তিনি।

প্রধানমন্ত্রীর বেতন – ভারতের প্রধানমন্ত্রীর মাসিক বেতন ২ লক্ষ টাকা। এছাড়াও নিখরচায় একাধিক সুবিধা পান তিনি। রাজধানী দিল্লিতে রাজকীয় বাসস্থান, আইএএফ পাইলট-সহ এলাহী বিমান, নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া  যাবতীয় পরিবহন, চিকিৎসা এবং স্বাস্থ্য বীমার মতো আরও একাধিক  সুবিধা পেয়ে তিনি।

রাষ্ট্রপতির বেতন-

ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। গত বছরের ২৪-জুলাই দেশের প্রথম আদিবাসী ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি। দেশের তিন সশস্ত্র বাহিনী-স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনার সর্বোচ্চ কমান্ডার তিনি। রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুই  হলেন দেশের সর্বোচ্চ সরকারি বেতনভোগী। ২০১৭ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত মাসিক দেড় লক্ষ টাকার বেতন পেতেন ভারতের রাষ্ট্রপতি। কিন্তু এই বেতন ছিল কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্য কিংবা দেশের শীর্ষস্থানীয় আমলাদের থেকেও কম। ওই বছরের অক্টোবর মাসেই রাষ্ট্রপতির মাসিক বেতন বাড়িয়ে ৫ লক্ষ টাকা হয়েছে।

রাষ্ট্রপতির সুযোগ সুবিধা-

সারা জীবন বিনামূল্যে যাবতীয় চিকিৎসাপান।
রাইসিনা হিল অর্থাৎ রাষ্ট্রপতি ভবনে বিনামূল্যে থাকার সমস্ত সুযোগ সুবিধা পান ।
রাষ্ট্রপতি সবসময় প্রায় ১৫-২০টি গাড়ির কনভয় নিয়ে যাতায়াত করেন। তাঁর জন্য থাকে বুলেট ও বম্ব-প্রুফ কালো মার্সিডিজ বেঞ্জ S600L-পুলম্যান লিমুজিন।

অবসরের পর দেড় লক্ষ টাকার মাসিক পেনশন পাবেন। তাঁর স্ত্রী-ও মাসে ৩০ হাজার টাকা পাবেন।

রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী/স্বামী সারা জীবন  বিশ্বের যেকোনও দেশে বিনা খরচে ভ্রমণ করতে পারেন।

অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতিরা তাঁদের ব্যক্তিগত কর্মীদের বেতন হিসাবে বছরে ৬০ হাজার টাকা পান।

বিনামূল্যে পান দুটি ল্যান্ডলাইন ও একটি মোবাইল ফোন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *