আজব একটি শহর যেখানে থাকেলই দিচ্ছে লক্ষ লক্ষ টাকা! কোথায় এই আছে এমন শহর? কি নাম শহরটির?

আজব একটি শহর যেখানে থাকেলই দিচ্ছে লক্ষ লক্ষ টাকা! কোথায় এই আছে এমন শহর? কি নাম শহরটির?

আজব একটি শহর
যেখানে থাকেলই দিচ্ছে লক্ষ লক্ষ টাকা!

ব্যবস্থা হয়ে যাচ্ছে
থাকা, পড়া, খাওয়া সমস্ত কিছু!

শহরটিতে থাকার অনুরোধ জানাচ্ছে
প্রশাসন!

কোথায় এই আছে এমন শহর?
কি নাম শহরটির?

শহরটিতে সংসার পাতার অনুরোধ জানাচ্ছে সেখানকার প্রশাসন। এমনকি শহরটিতে বাস করলেই প্রশাসনের তরফে দেওয়া হবে ২৫ লক্ষ টাকা। এর জন্য বিশেষ কোনো কাজ করতে হবে না। শুধুমাত্র শহরটিতে গিয়ে বসবাস করতে হবে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই শহরে বাস করতে। এখানে এসে যারাই সংসার পাতে তাদেরকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হয়। শহরটির অবস্থান কিন্তু ভারতে নয়। এমন আজব শহর রয়েছে ইতালিতে।

ইতালির দক্ষিণ পশ্চিম অঞ্চলে সমুদ্রের তীরে গড়ে উঠেছে সুন্দর এই শহরটি। নাম ক্যালাব্রিয়া। যেখানে জনসংখ্যা খুবই কম। আমাদের ভারতের জনসংখ্যা গুনতে আদমশুমারির দরকার হয়, কিন্তু এই শহরটির জনসংখ্যা আপনি হাতে হাতে গুনতে পারবেন। আর এটাই হয়ে গেছে শহরটির সমস্যা। জনসংখ্যা কম হওয়ার ফলে শহরটির অর্থনৈতিক এবং সামাজিক পরিকাঠামো খুবই দুর্বল। জনসংখ্যার অভাবে উন্নয়নের মাপকাঠিতেও পিছিয়ে রয়েছে। আর এই সমস্ত সমস্যা সমাধানের লক্ষ্যে টাকার বিনিময়ে শহরটিতে সংসার পাতার আহ্বান জানিয়েছে সেখানকার প্রশাসন। শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি। আপনাকে নগদ ২৫ লক্ষ টাকা দেওয়া হবে সেখানকার প্রশাসনের তরফে। শহরটিতে ৩২০ রকম সম্প্রদায়ের মানুষ বসবাস করে। ২০২১ সালের পরিসংখ্যান থেকে জানা যায় এখানকার জনসংখ্যা ৫ হাজারেরও কম। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরেই এই ব্যবস্থা চালু রয়েছে।

তবে এই শহরে বসবাসের জন্য বেশ কিছু নিয়ম রয়েছে –

১, যিনি এই শহরটিতে বসবাস করতে চাইছেন তার বয়স হতে হবে ৪০ এর কম।

২,তাঁকে শহরটিতে নতুন একটি ব্যবসা শুরু করতে হবে।

৩, শহরটিতে বসবাসের জন্য প্রশাসনের কাছে উপযুক্ত বৈধ প্রমাণপত্র দাখিল করতে হবে।

এই সমস্ত নিয়মগুলো মানলেই শহরটিতে বসবাসে অনুমতি মিলবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *