ট্রেনে মোবাইল-ল্যাপটপ নিয়ে যেতেও লাগবে পারমিশন! নয়া নিয়ম লাগু রেলের, না মানলেই বড় বিপদ

ট্রেনে মোবাইল-ল্যাপটপ নিয়ে যেতেও লাগবে পারমিশন! নয়া নিয়ম লাগু রেলের, না মানলেই বড় বিপদ

ট্রেনে ইচ্ছেমত মোবাইল, ল্যাপটপ নিয়ে
ওঠার দিন শেষ!

এবার মোবাইল ও ল্যাপটপের জন্য
মানতে হবে বিশেষ নিয়ম!

বড়সড় নিয়ম লাগু করল
ভারতীয় রেল!

ঠিক কেমন হতে চলেছে
এই নিয়ম?

ট্রেন ভারতীয় জনজীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। এককথায় একে বলা হয় লাইফলাইন অফ ইন্ডিয়া। এক বৃহৎ অংশের মানুষ যুক্ত রয়েছে এর সাথে। তবে এবারে রেলের তরফে আনা হচ্ছে এক নতুন নিয়ম। এবারে ট্রেনসফরে মোবাইল ও ল্যাপটপে নিয়ে যাওয়ার জন্য নিতে হবে বিশেষ অনুমতি। এই বিষয়ে চিন্তায় যাত্রীরা। কিন্তু কেন হঠাৎ এই নিয়ম ? ঠিক কীভাবে নিতে হবে এর অনুমতি ? কী এর প্রক্রিয়া ? আসুন এক নজরে দেখে নিই সকল তথ্য ?

আসলে জানা যায়, এই বছরের ফেব্রুয়ারিতেই রেলওয়ে রেড টারিফ রুল, ২০০০-কে পালটে আসে এক নতুন নিয়ম। সেখানে লিথিয়াম, লিথিয়াম-আয়ন ব্যাটারি ও এই জিনিসগুলি দিয়ে তৈরি পণ্যকে রেল পরিবহণের জন্য দেওয়া হয়ে বিশেষ অনুমতি। মূলত এই পরিষেবার ফলে মোবাইল ফোন, ল্যাপটপ ও ছোটো বৈদ্যুতিক গাড়ি-সহ বিভিন্ন জিনিস রেলের পার্সেল পরিষেবার মাধ্যমে গন্তব্যে পৌঁছানো যায়। l আর এবার সেই নিয়মেই এল বিরাট পরিবর্তন।

পরিবর্তনে বলা হচ্ছে
১. নূন্যতম ৪৮ ঘন্টা আগে এই বিষয়ে ভারতীয় রেলকে নোটিশের মাধ্যমে জানাতে হবে।
২. এই ধরনের জিনিস পরিবহনের সময় রেলের নিয়ম মেনে করতে হবে বিশেষ প্যাকেজিং ।
৩. এরপর রেলের পক্ষ থেকে প্রতিটি জিনিসকে করা হবে বিশেষ পরীক্ষা-নিরীক্ষা।
এছাড়াও রয়েছে আরও ছোটখাটো কিছু নিয়ম। এই সব নিয়ম মানলে তবেই মিলবে অনুমতি।

তবে অনেকেরই মনে প্রশ্ন জাগে হঠাৎ এই নিয়মে কেন এত বদল ? এর উত্তর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জানা যাচ্ছে, লিথিয়াম সংক্রান্ত জিনিসপত্র খুবই ভয়ঙ্কর, সহজে আগুন ধরে যায়। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে পাঁচবার এমন আগুন লেগেছে। এছাড়াও গত সেপ্টেম্বরেও দুবার ট্রেনে আগুন লাগার খবর উঠে আসে শিরোনামে। গত বছরেও রেল সাক্ষী ছিল এমন ঘটনার। তাই এরকম দুর্ঘটনা এড়াতেই এই বিশেষ সতর্কতা রেলের তরফে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *