ক্রিকেটার

ক্রিকেটার মানেই কোটিপতি। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতীয় ক্রিকেটারদের পারিশ্রমিক বরাবরই বেশি। ভারতে ক্রিকেট নিয়ে ক্রেজ বহুদিনের। ইদানিং আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যেও বাড়ছে ক্রিকেট খেলার প্রবণতা। আর এখন চলছে ক্রিকেটের মহাযুদ্ধ। চলতি বিশ্বকাপে পরপর ছ’টি ম্যাচ জিতে ভারতীয়দের আরো একবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে টিম ইন্ডিয়া।  কিন্তু ভারতীয় খেলোয়াড়রা একটি ম্যাচের জন্য কত টাকা পারিশ্রমিক পান জানেন? এখন ভারতীয় ক্রিকেটারদের চারটি ক্যাটাগরিতে বেতন  দেয় বিসিসিআই। সেই  গ্রেড অনুযায়ীই বেতন পান ক্রিকেটাররা। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI) খেলোয়াড়দের যথাক্রমে A+, A, B এবং C এই চারটি গ্রেডে ভাগ করেছে।

A+ গ্রেডে এমন খেলোয়াড়রা থাকেন যারা ৩টি ফরম্যাটেই খেলেন এবং এক-দুটি ফরম্যাটের অধিনায়ক। এই A+ গ্রেডের খেলোয়াড়রা সর্বোচ্চ বার্ষিক বেতন হিসাবে মোট ৭ কোটি টাকা পান। এই খেলোয়াড়রা ম্যাচ ফি হিসাবে টেস্ট খেলায় ১৫ লাখ টাকা, ওয়ানডেতে ৬ লাখ টাকা এবং টি-টোয়েন্টি ম্যাচে ৩ লাখ টাকা পারিশ্রমিক পান।

আর A গ্রেডের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বার্ষিক বেতন ৫ কোটি টাকা, B গ্রেডের খেলোয়ারদের পারিশ্রমিক ৩ কোটি এবং C গ্রেডের ক্রিকেটাররা ১ কোটি টাকা দিয়ে থাকেন। এদের প্রত্যেকেরই ম্যাচ ফি A+ গ্রেডের সমান। এই ক্যাটাগরিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও  আছেন কোহলি, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা।

‘A’ শ্রেণিতে রয়েছেন   হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ঋষভ পন্ত ও অক্ষর প্যাটেলের মতো পাঁচজন ক্রিকেটার। ‘B’ ক্যাটাগরিতে আছেন চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল সহ শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব ও শুভমান গিল। আর ‘C’ ক্যাটাগরিতে রয়েছেন ভারতের ১১ জন ক্রিকেটার। যেমনউমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর, ঈশান কিষান, দীপক হুদা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং ও কেএস ভরত।

এখানেই শেষ নয় এই ম্য়াচ ফি-র পাশাপাশি শতরান, দ্বিশতরান ও উইকেট নেওয়ার জন্যও বোনাস পান তাঁরা। সেঞ্চুরি  করলে পান ৫ লক্ষ টাকা, ডবল  করার জন্য পান ৭ লাখ টাকা। তবে জানলে অবাক হবেন পাকিস্তানের ক্রিকেটাররা প্রত্যেক ম্যাচের জন্য ৫০০০ টাকা পারিশ্রমিক পান।

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *