মাধ্যমিক পাশেই রেলে মিলছে চাকরি! দিন রাত পড়তেও হবে না, নামমাত্র আবেদন ফি

মাধ্যমিক পাশেই মিলবে সরকারি চাকরি! মাত্র ১০০ টাকাতেই করতে পারবেন আবেদন

মাধ্যমিক পাশেই
মিলবে সরকারি চাকরি!

৩০০’রও বেশি
শূন্যপদে ভারতীয় রেলে
একই সঙ্গে হচ্ছে নিয়োগ!

মাত্র ১০০ টাকাতেই
করতে পারবেন আবেদন!

কিভাবেই বা করবেন আবেদন?
বেতনই বা কত?

শেষ তারিখ কবে?
জানুন খুঁটিনাটি

দীপাবলীর আগেই চাকরি প্রার্থীদের বড়সড় সুখবর শোনাল ভারতীয় রেলওয়ে। একেই চাকরির আকাল। যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না। বাংলায় যোগ্যতা থাকা স্বত্বেও বেকারত্বের শিকার অগণিত ছেলেমেয়ে। এই নিয়ে বারে বারে দ্বন্দ্বেও জড়িয়েছে রাজ্য সরকার ও বাংলার বেকার তরুণ সমাজ। তবে সমস্যার নিরসন এখনো হয়নি। এমন অরাজক পরিস্থিতিতে একটি চাকরির সন্ধান ভাগ্য বদলে দিতে পারে বাংলার বেকার যুবক যুবতীদের। আর বাংলার যোগ্য চাকরি প্রার্থীদের এই সুবর্ন সুযোগটি করে দিয়েছে কেন্দ্র সরকার। শুধু বাংলা নয় গোটা দেশের জন্য প্রযোজ্য এই সুযোগ। এই সুবর্ন সুযোগটি শুনলে নিঃসন্দেহে খুশিতে লাফাবে যে কোনো চাকরি প্রার্থী। এই সুবর্ন সুযোগের হাত ধরে স্বপ্ন পূরণ করতে পারবে বেকার যুবক যুবতীরা। যারা দিনের পর দিন একটি চাকরির খোঁজে এদিক ওদিক ছুটেছে তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ হতে চলেছে ভারতীয় রেলের এই ঘোষনা। তথ্য সূত্রে দাবি, খুব শীঘ্রই ভারতীয় রেলের অন্তর্গত বেনারস রেল ইঞ্জিন কারখানায়সহ, বিভিন্ন শূন্যপদের পরিপ্রেক্ষিতে নিয়োগ শুরু হবে। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি সামনে আনা হয়েছে। এক নজরে দেখে নিন চাকরিটি সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি –

মোট শূন্যপদের সংখ্যা-

বিজ্ঞপ্তি সূত্রে খবর, এই চাকরিতে মোট ৩৭৪ টি শূন্যপদ রয়েছে।

কোন কোন পদে নিয়োগ করা হবে –

কার্পেন্টার, ওয়েল্ডার, মেশিনারি, পেন্টার ও ফিটার এই কয়েকটি পদেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা –

১, মাধ্যমিক পাস হতে হবে।
২, বাধ্যতামূলকভাবে থাকতে হবে আইটিআই ডিগ্রি।
৩, এদিকে নন আইটিআই প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। একই সাথে পরীক্ষায় অঙ্কে ৫০ শতাংশ নম্বর থাকাটাও বাধ্যতামূলক।

চাকরি প্রার্থীর বয়সসীমা:

পদ অনুযায়ী আলাদা আলাদা বয়সসীমা রয়েছে।

১, যারা নন আইটিআই প্রার্থী তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ২২ বছরের মধ্যে।

২, যারা আইটিআই প্রার্থী তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ২৪ বছরের মধ্যে।

৩, অনগ্রসর শ্রেণি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে আলাদা কিছু প্রোটোকল রয়েছে।

কিভাবে করবেন আবেদন –

১, প্রথমেই যেতে হবে স্ক্রিনে দেখানো লিংকে

blw.indianrailways.gov.in-

২, এখানেই পেয়ে যাবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি। এরপর ধাপে ধাপে বিজ্ঞপ্তির সহায়তায় আবেদনপত্রটি পূরণ করুন।

৩, প্রয়োজনীয় নথি জমা করে ফর্ম ফিলাপ সম্পন্ন করুন।

আবেদন ফি কত পড়বে?

আবেদন ফি পড়বে ১০০ টাকা। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে চলবে ২০২৩ সালের ২৫ নভেম্বর পর্যন্ত।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *