এবার ট্রেনে সিগারেট খেলেই আর নেই রক্ষে! ধোঁয়া দেখে নিজে নিজে দাঁড়িয়ে যাবে ট্রেন, কঠোর পদক্ষেপ রেলের

এবার ট্রেনে সিগারেট খেলেই আর নেই রক্ষে! ধোঁয়া দেখে নিজে নিজে দাঁড়িয়ে যাবে ট্রেন, কঠোর পদক্ষেপ রেলের

এবার ট্রেনে সিগারেট খেলেই
আর নেই রক্ষে!

ধোঁয়া দেখে নিজে নিজে
দাঁড়িয়ে যাবে ট্রেন!

লুকিয়ে লুকিয়ে সিগারেট খেলেও
বাঁচতে পারবেন না!

হাতে নাতে ধরা খাবেন
পুলিশের হাতে!

কঠোর পদক্ষেপ রেলের
শুনলে মাথা ঘুরে যাবে

ট্রেনে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। এই কথাটি কম বেশি সকলেই জানেন। এমনকি ট্রেনে ধূমপান করা আইনত দণ্ডনীয়। তবুও অনেকেই এই নিয়ম লঙ্ঘন করে থাকেন। কেউ কেউ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ট্রেনে ধূমপান করে থাকেন। কিন্তু এবার থেকে লুকিয়ে লুকিয়ে এই কাজ আর করতে পারবেন। আইনের চোখে ধুলো দিয়ে ট্রেনে সুখ টান দেওয়ার দিন শেষ। কারণ এবার ট্রেনে বসানো হচ্ছে ভেসডা নাম একটি যন্ত্র। পুরো নাম ভেরি ইজিলি স্মোক ডিটেশন অপারেটর। যার সাহায্যে অনায়াসে ধরা যাবে ধূমপায়ীদের। কেউ যদি লুকিয়ে লুকিয়ে ট্রেনের কোনও অংশে বসে ধূমপানের চেষ্টা করে থাকেন তিনি সাথে সাথে ধরা পড়বেন এই যন্ত্রের সাহায্যে। এই যন্ত্রের মাধ্যমে নিমেষেই ধোঁয়ার উৎস খুঁজে বার করা সম্ভব।

সম্প্রতি এই নিয়মটি চালু হয়েছে শিয়ালদা ডিভিশনের। সেখানকার প্রতিটি ট্রেনেই থাকবে এই যন্ত্র।
এখন থেকে শিয়ালদা ডিভিশনের যারাই যাত্রা করবেন তারাই সাবধান। ভুল করেও ট্রেনে উঠে ধূমপানের চেষ্টা করবেন না। করলেই পরে যাবেন ধরা। আর ধরা পড়লে কিন্তু রক্ষে থাকবে না। কারণ ধরা পড়লে আপনাকে মোটা অঙ্কের জরিমানা সমেত, রেল কর্তৃপক্ষের ভৎসর্নাও শুনতে হবে।

এই যন্ত্রটির বিষয়ে শিয়ালদার ডিআরএম দীপক নিগম জানান , যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার নিশ্চিত করতেই এই যন্ত্রটি বসানো হয়েছে। কারণ সিগারেট একটি দাহ্য পদার্থ। ট্রেনের মতন পরিবহনে সিগারেট নিয়ে ওঠা, ধূমপান করা খুবই মারাত্মক বলে জানিয়েছেন তিনি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *