উদ্বোধনের আগেই বিশাল বড় চমক রাম মন্দিরে! প্রসাদে চড়বে ১০০ কুইন্টাল চাল

উদ্বোধনের আগেই বিশাল বড় চমক রাম মন্দিরে! প্রসাদে চড়বে ১০০ কুইন্টাল চাল

উদ্বোধনের আগেই
বিশাল বড় চমক রাম মন্দিরে!

রাম লালার প্রসাদে
রাজকীয় আয়োজন!

১০০ কুইন্টাল চাল
১০০ কুইন্টাল ঘি
১০০ কুইন্টাল হলুদ বাটা!

আর কি কি আছে জানেন?
শুনলে অবাক হয়ে যাবেন

২০২৪ সালেই খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দ্বার। তার আগেই বড়সড় চমক। ৫ ই নভেম্বর অনুষ্ঠিত হবে রাম মন্দিরের অক্ষত পুজোর অনুষ্ঠান। এই পুজোকে কেন্দ্র করেই এখন সেজে উঠেছে গোটা অযোধ্যা নগরী। এই পুজোর আয়োজনের বহর দেখলে ভিমরি খাবেন। জানা গিয়েছে, এই ‘অক্ষত পুজো’ সম্পন্ন হবে ১০০ কুইন্টাল চাল দিয়ে। ইতিমধ্যেই ১০০ কুইন্টাল চালের অর্ডার দিয়েছে অযোধ্যা রামমন্দির ট্রাস্ট কমিটি।

তথ্য সূত্রে খবর, এই চাল অক্ষত পুজোয় প্রসাদ হিসেবে চড়ানো হবে। গোটা দেশে বিতরণ করা হবে এই প্রসাদ। এই বিষয়ে রাম মন্দিরের ট্রাস্ট সচিব চম্পত রায় জানিয়েছেন,

‘ ট্রাস্টের পক্ষ থেকে ১০০ কুইন্টাল চালের অর্ডার দেওয়া হয়েছে। অক্ষত পুজোতে এই চাল ব্যবহার করা হবে। তারপর গোটা দেশে সেই চাল রামভক্তদের মধ্যে বিলি করা হবে। এর সঙ্গেই এক কুইন্টাল হলুদ বাটা এবং দেশি ঘিও আনা হবে রাম জন্মভূমিতে।’অক্ষত পুজো’-তে ১০০ কুইন্টাল চালের সঙ্গে ১ কুইন্টাল ঘি এবং ১ কুইন্টার হলুদ বাটা মিশিয়ে দেওয়া হবে। পেতলের কলসি ভরে ভরে রাখা হবে সেই মাখা চাল। ‘

চম্পত রায় আরও জানিয়েছেন –

‘৫ নভেম্বরের অক্ষত পুজোতে ভগবান রামলালার সামনে ওই চাল ভরা কলসিগুলি সমর্পণ করা হবে। বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যমে ফের রামলালার সেই ভোগ প্রসাদ সকলের মধ্যে বিতরণ করা হবে। এই পুজিত অক্ষত ভোগের সঙ্গেই দু’কোটি চিঠি প্রেরকের মাধ্যমে পাঠানো হবে রামভক্তদের। যেই চিঠিগুলি ছাপানো হয়েছে।’

ভারতের ইতিহাসের গর্ব ও গৌরব হতে চলেছে এই রাম মন্দির। একবার এই মন্দিরের দরজা খুলে গেলেই শ্রেষ্ঠ তীর্থক্ষেত্রের সম্মানের ভূষিত হবে ভারতের এই মন্দির।
এখন সকলেই অপেক্ষা করে আছে সেই মাহেন্দ্রক্ষণের।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *