ভয়ানক আগুন জ্বলছে বাংলাদেশে! রাস্তায় সেনাবাহিনী নামাল হাসিনা সরকার, হঠাৎ ঘটল কী?

ভয়ানক আগুন জ্বলছে বাংলাদেশে! রাস্তায় সেনাবাহিনী নামাল হাসিনা সরকার, হঠাৎ ঘটল কী?

ভয়ানক আগুন জ্বলছে
বাংলাদেশে!

হিংসেয় ছারখার
প্রতিবেশী রাষ্ট্র!

শুরু হল হানাহানি
মারামারি!

মানুষে মানুষে চলছে
তীব্র বিবাদ!

বিএনপির তাণ্ডবে
দিশেহারা সাধারণ মানুষ!

রাস্তায় সেনাবাহিনী নামাল
হাসিনা সরকার!

হঠাৎ ঘটল কী বাংলাদেশে?
কেন এত হাহাকার?

ভয়ংকর তাণ্ডব শুরু হয়েছে বাংলাদেশে। বিগত কিছুদিন ধরেই উত্তপ্ত সেখানকার পরিস্থিতি। প্রতিবেশী দেশটির পরিস্থিতি এতটাই মারাত্মক আকার করেছে যে, সেনা নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে সেখানকার সরকার। কিন্তু হঠাৎ কি হল সেখানে?

তথ্য সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশের গাজীপুর জেলায় বাড়তি মজুরির দাবিতে আন্দোলন নামে সেখানকার শ্রমিক সম্প্রদায়। এই আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় শ্রমিক সম্প্রদায় ও পুলিশ বাহিনী। যার জেরে নিহত হয় দুই শ্রমিক। এই ঘটনাকে কেন্দ্র করেই আগুন জ্বলে গোটা বাংলাদেশে। মাঠে নামে বিরোধীরা। শুরু হয় অবরোধ। পুলিশ স্টেশন থেকে হাসপাতাল সর্বত্র ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। এই পরিস্থিতিতে উস্কানিমূলক কর্মকাণ্ডের জেরে আটক করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এরপর পরিস্থিতি আরো ভয়ানক হয়ে ওঠে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি আধা সামরিক বাহিনী নামায় শেখ হাসিনা সরকার। জোরদার করে নিরাপত্তা ব্যবস্থা। শান্তি শৃংখলা বাহিনীকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশের শান্তি শৃঙ্খলা যাতে কোনো ভাবেই বিঘ্নিত না হয় সেই বিষয়ে কঠোর পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন দুজনে। ইতিমধ্যেই আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক সম্পন্ন হয়েছে। এই নিয়ে বাংলাদেশের এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জানিয়েছেন –
‘বিরোধীদের ৭২ ঘণ্টা অবরোধের সময় যে কোনও নাশকতা এবং হিংসার বিরুদ্ধে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে গোয়েন্দা সংস্থার প্রধানদের।’


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *