রেশন কেলেঙ্কারিতে জড়িত এক রহস্যময়ী মহিলা!

রেশন কেলেঙ্কারিতে জড়িত এক রহস্যময়ী মহিলা!

রেশন কেলেঙ্কারিতে জড়িত
এক রহস্যময়ী মহিলা!

বাকিবুরের অত্যন্ত ঘনিষ্ঠ!
থাকেন বিদেশে!

রেশন কাণ্ডের মিডলম্যান!
পাচার করতেন দুর্নীতির কালো টাকা!

কে এই মহিলা?
কোথায় থাকেন?

রেশন দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য! ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাকে গ্রেপ্তার করার পর থেকেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। খুলে যাচ্ছে দুর্নীতি কাণ্ডের একাধিক নয়া মোড়। যা রীতিমত অবাক করে দিচ্ছে গোয়েন্দা আধিকারিকদের। এবার রেশন দুর্নীতি জড়িয়ে গেলো এক প্রবাসী মহিলার নাম। যার হাত ধরে হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার হত রেশন দুর্নীতির কালো টাকা। এমনই বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এলো ইডি।

তদন্তে নেমে ইডি আধিকারিকেরা জানতে পেরেছেন রেশন দুর্নীতির কালো টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। তদন্তকারীদের দাবি, পাচার হওয়া দুর্নীতির টাকার পরিমাণ প্রায় ১০০ কোটিরও বেশি। ইডি আধিকারিকেরা আরো জানতে পেরেছেন হাওয়ালা মারফত টাকা পাচারের মাস্টার মাইন্ড ওই প্রবাসী ভারতীয় মহিলা। তথ্য সূত্রে দাবি, এই মহিলার সঙ্গে ধৃত বাকিবুর রহমানের গভীর যোগসূত্র রয়েছে। দুজনের শলা পরামর্শে রেশম দুর্নীতির কালো টাকা বিনিয়োগ হত বিদেশের বিভিন্ন সংস্থায়। তথ্য সূত্রে দাবি, রহস্যময়ী এই মহিলা রাজ্যের একটি জেলার এক প্রাক্তন পুরকর্তার আত্মীয়। মাঝে মাঝেই তার সাথে দেখা করতে দেশে আসেন। এই সংক্রান্ত বেশ কিছু তথ্য ইডির হাতে এসে পৌঁছেছে। ওই মহিলার ঠিকুজি, কুষ্টি জানতে ইতিমধ্যে আঞ্চলিক পাসপোর্ট অফিস ও আয়কর দফতরের সঙ্গে যোগাযোগ চালাচ্ছে ইডি আধিকারিকেরা। কে এই মহিলা, কিভাবে তিনি এই কাজ করতেন , কাদের সাহায্যে এত বড় অবৈধ কাজ সম্পন্ন করতেন সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা।

এদিকে রেশন দুর্নীতির মামলা যত এগোচ্ছে ততই চাপ বাড়ছে তৃণমূলের। কারণ ইতিমধ্যেই রেশন দুর্নীতি কাণ্ডের একাধিক কান্ড রাজ্যবাসীর সামনে বেরিয়ে এসেছে। আচমকা ২ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল, কোটি কোটি বেহিসেবী টাকার ছবি সব মিলিয়ে বেজায় অস্বস্তিতে শাসক দল। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিককে কোনঠাসা করতে শুরু করেছে রাজ্যের ক্ষমতাসীন দল।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *