মুখ থুবড়ে পড়ল রাজ্য সরকার! বড় জয় পেল রতন টাটা, হেরে গেল মমতা দেউলিয়া হতে চলেছে পশ্চিমবঙ্গ!

মুখ থুবড়ে পড়ল রাজ্য সরকার! বড় জয় পেল রতন টাটা, হেরে গেল মমতা

দেউলিয়া হতে চলেছে পশ্চিমবঙ্গ!
মুখ থুবড়ে পড়লেন রাজ্য সরকার!

বড় জয় পেলেন রতন টাটা!
হেরে গেলেন মুখ্যমন্ত্রী!

টাটাকে ফেরত দিতে হবে
সুদ সমেত কোটি কোটি টাকা!

এত টাকা চোখেও দেখেনি
রাজ্য সরকার!

ফেরত দিতে গিয়েই
হয়ে যাবে কাঙাল!

শূন্য হবে কোষাগার!
আদালতের রায়ের চাঞ্চল্য রাজ্যজুড়ে!

আদালতের একটি মাত্র রায়ে তোলপাড় গোটা রাজ্যজুড়ে।
এবার ন্যানো মামলায় জোর ধাক্কায় খেল রাজ্য সরকার। রাজ্যে ন্যানো গাড়ি না বানাতে দেওয়ার কারণে বড়সড় খেসারত দিতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে। আপনারা সকলেই জানেন যে, একদা বাম সরকারের আমলে রাজ্যে ন্যানো গাড়ি তৈরি করতে টাটাকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু বাম সরকারের এই পরিকল্পনা ভেস্তে দেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জী। সেই সময় তাঁর দাপটে বাংলা কিছু হটে টাটা। এই সম্পূর্ন ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা পরে আদালতে। টাটার বিরুদ্ধে অভিযোগ ওঠে সিঙ্গুরে টাটাদের জমি অধিগ্রহণ সম্পূর্ন বেআইনী ছিল। কিন্তু এতদিন পর সেই তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনালের রায়ে মারাত্মক ধাক্কা খেল রাজ্য সরকার। এবার রাজ্য সরকারকে দিতে হবে ন্যানো গাড়ি না বানাতে দেওয়ার খেসারত। টাকার অংক ৭৬৫ কোটি ৭৮ লাখ টাকা। এই বিপুল অংকের ক্ষতিপূরণের ঠেলা সামলাতে হবে রাজ্যকে। সূত্রের খবর, ২০১৬ সালের পয়লা সেপ্টেম্বর থেকে ১১ শতাংশ হারে সুদ সমেত ক্ষতিপূরণের অঙ্ক ফেরত দিতে হবে। আদালতের এই রায়ে ঘুম উড়েছে রাজ্য সরকার। বিশিষ্ট জনের মতে যে পরিমাণ ক্ষতিপূরণ রাজ্যকে দিতে হবে এতে করে গোটা রাজ্য পথে বসবে। সম্পূর্ন ঘটনায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।

এই বিষয়ে তৃণমূল ও সিপিএম, দু দলকেই তীর্যক মন্তব্য ছুঁড়েছে বিজেপির একাধিক মুখপাত্র। এমনকি এই বিষয়ে মুখ খুলেছেন খোদ বাম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন বসু। তিনি ক্ষোভ প্রকাশ করে কি জানিয়েছেন শুনুন –

‘পশ্চিমবঙ্গ দেউলিয়া হয়ে গেল। আসলে বাংলাকে দেউলিয়া করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে যে পদক্ষেপ নিয়েছিলেন তার ফল এগুলি। তখন আমরা বার বার বলা সত্ত্বেও কেউ কান দেননি, এখন বিভিন্ন বিচার প্রক্রিয়ার মাধ্যমে তা সামনে আসছে।’ এখানেই শেষ নয়, তিনি বলেন, ‘শুধু টাটাই আজকে যে এতবড় একটা ক্ষতিপূরণ পেয়েছে তা নয়, হলদিয়া নিয়েও প্রসূন চট্টোপাধ্যায়ের কোম্পানি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে মামলায় কয়েক কোটি টাকার ক্ষতিপূরণ জিতেছে। পশ্চিমবঙ্গ এক কথায় দেউলিয়া হয়ে গেল। এমনিই রাজ্য সরকার ভোট পাওয়ার জন্য কোটি কোটি টাকা দেনা করেছে। কিছু কিছু ‘বিশ্রী’ প্রকল্প চালু করেছে। ক্লাবগুলোকে টাকা বিলিয়েছে। দেনায় আকণ্ঠ ডুবে থাকা রাজ্যকে এখন যদি এই সব ক্ষতিপূরণ দিতে হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে নিজেদের বাড়িঘর বেচে দিতে হবে।’


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *