সরকারি প্রকল্প

দেশ স্বাধীন হওয়ার পর থেকেই রাজনীতির পালাবদলে ক্ষমতায় এসে দেশ শাসন করেছেন বিভিন্ন সরকার। ক্ষমতায় থাকাকালীন দেশ সেবা ও লোকসেবা করতে গিয়ে একাধিক প্রকল্পের সূচনা করেছে কেন্দ্র সরকার। আসুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত প্রকল্পগুলির তালিকা যা থেকে বছরের পর বছর উপকৃত হচ্ছেন আমাদের দেশের কোটি কোটি মানুষ।

কেন্দ্র সরকারে সমস্ত প্রকল্পের তালিকা একনজরে:-

১) দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫২ সালে চালু হয় গ্রামীণ শ্রমসম্পদের সদ্ব্যবহার সম্পর্কিত সমষ্টি উন্নয়ন কর্মসূচি প্রকল্প

২) একই বছরে অর্থাৎ ১৯৫২ সালেই  জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে চালু হয় পরিবার পরিকল্পনা নীতি।

৩) ১৯৬০ সালে কৃষকদের চাষের জিনিস যোগান দিতে চালু হয় নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি।

৪) ১৯৭২ সালে গ্রামে জল সরবরাহের জন্য চালু হয় গ্রামীণ জল সরবরাহ প্রকল্প।

৫)  লাভজনক কর্মসংস্থানের জন্য জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প চালু হয় ১৯৮০সালে।

৬) কৃষি শস্যের বিমাকরণ এর জন্য ১৯৮৫ সালে  সুসংহত শস্য বিমা প্রকল্প চালু করা হয়।

৭) ১৯৮৫ সালে রাজীব গান্ধীর আমলে গৃহহীনদের পাকা ঘর দেওয়ার  জন্য চালু করা হয় ইন্দিরা আবাস যোজনা।

৮) ১৯৮৭ সালে  প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য শুরু হয় ব্ল্যাকবোর্ড অপারেশন।

৯) ১৯৮৮ সালে সাক্ষরতার হার বৃদ্ধির জন্য  জাতীয় সাক্ষরতা উন্নয়ন প্রকল্প চালু করে কংগ্রেস সরকার।

১০) জাতীয় বেকারদের কর্মসংস্থানের জন্য ১৯৮৯ সালে জওহর রোজগার যোজনা চালু হয়।

১১) একই বছরে শহরের বেকারদের কর্মসংস্থানের জন্য শুরু হয় নেহেরু রোজগার যোজনা।

১২) সমাজ সচেতনতা মূলক কাজে উৎসাহ এবং  স্বীকৃতি দেওয়ার জন্য স্ত্রী শক্তি পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৯১ সাল থেকে।

১৩) স্কুল পড়ুয়াদের মধ্যাহ্ন ভোজনের জন্য  ১৯৯৫ সাল থেকেই  মিড ডে মিল প্রকল্প চালু করা হয়।

১৪) ২০০০ সালে বিপিএল তালিকাভুক্তদের খাদ্য সুরক্ষা দিতে অন্ত্যোদয় অন্ন যোজনা চালু হয়।

১৫) ওই বছরেই বাধ্যতামূলকভাবে প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য সর্বশিক্ষা অভিযান শুরু করে কেন্দ্র সরকার।

১৬) সামাজিক স্তরে মহিলাদের  ক্ষমতায়নের জন্য ২০০২ সাল থেকে স্ব আধার প্রকল্প চালু করা হয়।

১৭) গর্ভাবস্থায় থাকা মহিলাদের বিশেষ পরিষেবা দেওয়ার জন্য ২০০৪ সালে চালু হয় বন্দে মাতরম যোজনা।

১৮) ২০০৫ সালে গর্ভবতী মহিলাদের জন্য চালু হয় জননী সুরক্ষা যোজনা ।

১৯) পেনশনভোগীদের জন্য  ২০১০ সালে স্বাবলম্বন প্রকল্প চালু করে  সরকার।

২০) বয়ঃসন্ধিকালে মেয়েদের স্বাস্থ্য ও পুষ্টিজনিত সমস্যা সমাধানের জন্য ২০১২ সালে চালু হয়  সবলা প্রকল্প।

২১) ২০১৩ সালেমহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য নির্ভয়া ফান্ড চালু হয়।

২২) ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী মানধন যোজনা চালু হয়। আধুনিক ভারত গড়ার লক্ষ্যে এবং দেশে পণ্য উৎপাদন বাড়াতে এই কর্মসূচি শুরু করে মোদি সরকার।

২৪) দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ২০১৪ সালে স্বচ্ছ ভারত মিশনের শুরু হয়

২৫) কন্যা সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ২০১৫ সালে সুকন্যা সমৃদ্ধি যোজনা নামের সঞ্চয় প্রকল্প চালু করে সরকার।

২৬)শিশু কন্যাদের শিক্ষিত করার জন্য  ২০১৫ তেই বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু করে সরকার।

২৭) বিভিন্ন ক্রিটিক্যাল রোগের টিকা দেওয়ার জন্য ২০১৫ সালে মিশন ইন্দ্রধনুষ চালু হয় ।

২৮) ২০১৫ সালে শহরের মানুষদের জন্য পাকা বাড়ি তৈরির জন্য চালু হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা।

২৯) একই বছরে গ্রামের মানুষদের জন্য পাকা বাড়ি তৈরির লক্ষ্যে চালু হয় প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা।

৩০) ২০১৫ তে তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় উন্নতির জন্য চালু হয় ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প।

৩১) ২০১৫ সালেই সামাজিক ক্ষেত্রে সুরক্ষার জন্য চালু করা হয় প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা ।

৩২) ২০১৫ সালে গৃহহীন মহিলাদের জন্য চালু হয় স্বধর গৃহ প্রকল্প।

৩৩) ২০১৫ সালে দেশের বেকার যুবক যুবতীদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার জন্য  চালু হয় National Career Service স্কিম।

৩৪) ২০১৬ সালে  মহিলাদের বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য চালু হয় উজ্জ্বলা যোজনা ।

৩৫) ২০১৮ সালে স্বাস্থ্য বিমার হিসাবে চালু হয় আয়ুষ্মান ভারত প্রকল্প ।

৩৬) মেয়েদের ক্ষমতায়নের জন্য ২০১৮ সাল থেকে NARI পোর্টাল শুরু হয়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *