জ্যোতিপ্রিয়র পর ইডির স্ক্যানারে আরো ৪ ব্যক্তির নাম! এদের ধরলেই একে একে বেরিয়ে আসবে বড় বড় রাঘব বোয়ালের নাম

জ্যোতিপ্রিয়র পর ইডির স্ক্যানারে আরো ৪ ব্যক্তির নাম!
এদের ধরলেই একে একে বেরিয়ে আসবে বড় বড় রাঘব বোয়ালের নাম

জ্যোতিপ্রিয়র পর ইডির স্ক্যানারে
আরো ৪ ব্যক্তি!

প্রত্যেকেই জ্যোতিপ্রিয় বাবুর
চেনা জানা লোক!

এদের ধরলেই একে একে বেরিয়ে আসবে
বড় বড় রাঘব বোয়ালের নাম!
পাওয়া যাবে দুর্নীতির গোপন ঢেরা!

ইডির একশনে তোলপাড় গোটা রাজ্যে!
তালিকায় রয়েছে কোন ৪ ব্যক্তি?
দেখুন

ফের একবার দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। নারদা-সারদা, টেট দুর্নীতির পর এবারে রেশন নিয়েও বড় দুর্নীতি রাজ্যে। পার্থ-মানিকের পর এবার ইডির হেফাজতে জ্যোতিপ্রিয়। প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী এখন বন্দী ইডির কাছে। বৃহস্পতিবার ভোরে প্রাক্তন খাদ্য মন্ত্রীর বাড়িতে হানা দেয় ED। এরপর টানা ২১ ঘন্টা তল্লাশির পর গ্রেফতার। এই মুহূর্তে ইডির হেফাজতে জ্যোতিপ্রিয়।

মূলত ব্যবসায়ী বাকিবুর রহমানের সূত্র ধরেই প্রাক্তন খাদ্য মন্ত্রীর বাড়িতে পৌঁছয় ED। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ মন্ত্রীর সল্টলেকের বি সি ব্লকের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। সল্টলেকে অবস্থিত জ্যোতিপ্রিয় মল্লিক ও তার দাদার BC 245, 244 বাড়িতে তদন্ত চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। পুরো বাড়ি চত্ত্বর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন। ঘড়িতে রাত 3টে ২০ নাগাদ তাকে তুলে নিয়ে যাওয়া হয় তার বাড়ি থেকে। মূলত তদন্তে অসহযোগিতা করার কারণেই গ্রেফতার করা হয় তাকে।

তবে ইডি সূত্রে জানা যাচ্ছে, একা জ্যোতিপ্রিয় মল্লিকই নন তালিকায় আছে আরও অনেক নাম। একজন বকিবুর রহমান ইতিমধ্যেই হাতের নাগালে। তবে আরও কয়েকজনের দিকেও নজর রয়েছে ED’ র। তালিকায় থাকা সেই ব্যক্তিগুলি হল-

১. একসময় ছাত্র পরিষদের এক নেতা যিনি বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পদাধিকারী। ইডির সন্দেহের তালিকায় সেই তরুণ।
২. হাবড়া এলাকার এক তরুণ তৃণমূল কাউন্সিলর।
৩. বিধাননগর পুর এলাকার এক প্রাক্তন কাউন্সিলর।
৪. প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এক আইনজীবী

এছাড়াও হাবড়ার বেশ কয়েকজন কাউন্সিলরও রয়েছে গোয়েন্দাদের সন্দেহের তালিকায়। এদের সকলকে ডেকে পাঠানো হতে পারে তদন্তের প্রয়োজনে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *