ভুল করে অন্য কাউকে UPI পেমেন্ট করে ফেলেছেন? এখন কীভাবে টাকা ফেরত পাবেন? দেখুন সহজ কৌশল

ভুল করে অন্য কাউকে UPI পেমেন্ট করে ফেলেছেন?
এখন কীভাবে টাকা ফেরত পাবেন? দেখুন সহজ কৌশল

ভুল করে অন্য কাউকে
UPI পেমেন্ট করে ফেলেছেন?
এখন কীভাবে টাকা ফেরত পাবেন?

চিন্তা ছাড়ুন!
এই ৪টি কাজ করলেই
গুনে গুনে পাবেন পুরো টাকা!

এক টাকাও লস হবে না!
কয়েক মিনিটেই ফেরত পাবেন
আপনার টাকা!

১ মিনিটে দেখুন
টাকা ফেরত পাওয়ার সহজ কৌশল

বর্তমান যুগে লেনদেনকে সবচেয়ে বেশি সহজ করে তুলেছে ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ট্রানজাকশন। যার মাধ্যমে শুধুমাত্র স্ক্যান করলেই সম্পন্ন হয় লেনদেন। এক নিমেষে আপনার ব্যাংক থেকে টাকা পৌঁছে যাবে প্রাপকের ব্যাংকে। কিন্তু এই ইউপিআই করতে গিয়ে অনেক সময় ভুল মানুষের কাছে টাকা চলে যেতে পারে। অর্থাৎ আপনি টাকা পাঠাতে যাচ্ছিলেন একজনকে, অথচ টাকা চলে গেল অন্যজনের কাছে। এই রকম ঘটনা অনেকের সাথেই হয়ে থাকে। এক্ষেত্রে প্রশ্ন ওঠে, ভুল করে অন্য কারো একাউন্টে টাকা চলে গেলে, সেই টাকা কি ফেরত পাওয়ার কোনও সম্ভাবনা থাকে না?

এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে, ইউপিআই এর মাধ্যমে ভুলবশত অন্য কারো একাউন্টে টাকা পাঠিয়ে দিলে সেই টাকা ফেরত পাওয়া যায়। এক্ষেত্রে আপনার একটি টাকাও এদিক ওদিক হবে না। তবে বিষয় হল এই টাকা ফেরত পাওয়ার সম্পূর্ন প্রক্রিয়াটি নির্ভর করে ব্যাঙ্ক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থার পলিসির উপর।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন বেশ কিছু ক্ষেত্রে আপনি টাকা ফেরত পেতে পারেন। এক নজরে দেখুন সেগুলো কি কি –

এক, যদি ভুল করে অন্য কারো একাউন্টে টাকা পাঠিয়ে দেন সেক্ষেত্রে আপনি টাকা ফেরত পেতে পারেন।।

দুই, প্রাপক যদি টাকা না পেয়ে থাকে সে ক্ষেত্রেও আপনি অর্থ ফেরত পেতে পারেন।

তিন, প্রযুক্তিগত ক্রুটির কারণে লেনদেন ব্যর্থ হলেও সেই অর্থ আপনি পুনরায় ফেরত পাবেন।

চার, যদি ইউপিআই এর মাধ্যমে লেনদেন করতে গিয়ে আপনি প্রতারিত হন সেক্ষেত্রেও আপনি টাকা ফেরত পাওয়ার আবেদন করতে পারেন।

এই চারটি ক্ষেত্রে আপনি আপনার টাকা ফেরত পেতে পারেন। এছাড়াও বিশেষজ্ঞরা জানাচ্ছেন ইউপিআই এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে কোনও প্রকার অঘটন ঘটলে দ্রুত ব্যাংক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাকে রিপোর্ট করতে। এতে অল্প সময়ে সমস্যার সুরাহা মেলে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *