কালী পুজোয় ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ! থমকে যাবে লেনদেন, সমস্যায় পড়বে অগণিত গ্রাহক

কালী পুজোয় ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ! থমকে যাবে লেনদেন, সমস্যায় পড়বে অগণিত গ্রাহক

কালী পুজোয় ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক !
চূড়ান্তভাবে ব্যাহত হবে
যাবতীয় ব্যাঙ্কিং পরিষেবা !

তোলা যাবে না টাকা, করা যাবে না
কোনও রকম আর্থিক লেনদেন,
সমস্যায় পড়বে অগণিত গ্রাহক

থমকে যাবে আর্থিক পরিষেবা,
আটকে যেতে পারে যাবতীয় কাজ

বিপদে পড়ার আগেই জেনে নিন
কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ?
ঠিক কি কি কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক?

ব্যাংক মানুষের রোজদিনের এক দরকারি ঠিকানা। কম-বেশি সকলকেই কিছু না কিছু কাজে ব্যাংকে যেতে হয়। বিশেষত এই উৎসবের মরশুমে অনেক কাজেই যেতে হয় ব্যাংকে। অনেকসময় আপৎকালীন পরিস্থিতিতেও যেতে হয় ব্যাংকে। শুধু টাকা তোলা কিংবা জমা নয় আরও নানান কাজেও প্রয়োজন পড়ে ব্যাংকে যাবার।

তবে এই নভেম্বর মাসেই সর্বোচ্চ ১৫ দিন বন্ধ থাকতে পারে ব্যাংক। আসলে সবে মাত্র দুর্গাপুজো শেষ হয়েছে। এখনও সামনে দিওয়ালি সহ ছোট – বড় নানান উৎসব। আর সেই কারনেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত করা হয়েছে নভেম্বর মাসের ছুটির তালিকা। যদিও বা তালিকায় উল্লিখিত কিছু ছুটি আলাদা রাজ্য ও এলাকার ভিত্তিতে। তবে দেখা যাচ্ছে সব মিলিয়ে এই ছুটির তালিকা হতে পারে প্রায় ১৫ দিন। আসুন এক নজরে দেখে নিই সেই ছুটির দিনগুলির তালিকা।

১ নভেম্বর ২০২৩ বুধবার, কন্নড় রাজ্য উৎসব উপলক্ষে ওইসব অঞ্চলে বন্ধ থাকবে ব্যাংক।

৫ নভেম্বর ২০২৩ রবিবার, হওয়ার কারণে এমনিতেই দেশজুড়ে বন্ধ থাকবে প্রতিটি ব্যাংক ।

১০ নভেম্বর ২০২৩, শুক্রবার বিশেষ ওয়ানগালা উৎসব উপলক্ষে শুধুমাত্র শিলং অঞ্চলে বন্ধ থাকবে ব্যাংক।

১১ নভেম্বর ২০২৩, মাসের দ্বিতীয় শনিবার হওয়ার ছুটি থাকবে ব্যাংকগুলো।

১২ নভেম্বর ২০২৩ রবিবার, সপ্তাহের সাধারণ ছুটি পাবে ব্যাংক।

১৩ নভেম্বর ২০২৩ সোমবার, গোবর্ধন পুজো, লক্ষ্মীপুজো, দীপাবলি এবং দিওয়ালি উপলক্ষে আগরতলা, গ্যাংটক, দেরাদুন, ইম্ফল, কানপুর, লখনৌ এবং জয়পুরে বন্ধ থাকবে ব্যাংক।

এরপর ১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার দীপাবলি উপলক্ষে প্রায় গোটা দেশেই বন্ধ থাকবে ব্যাংক।

১৫ নভেম্বর ২০২৩ বুধবার, ভাইফোঁটা এবং নিঙ্গল উৎসব উপলক্ষে গ্যাংটক, ইম্ফল, কানপুর, কলকাতা, লখনৌ এবং সিমলা অঞ্চলে বন্ধ থাকবে ব্যাংক।

১৯ নভেম্বর ২০২৩ রবিবার, এমনিতেই ছুটি থাকবে সব ব্যাংক ও তাদের শাখা।

২০ নভেম্বর ২০২৩ সোমবার, ছট পূজো উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে বিহার রাজ্যে।

২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার সেং কুটস্নেম এবং এগাস-বাগওয়াল উপলক্ষে দেরাদুন এবং শিলংয়ে বন্ধ থাকবে ব্যাংক।

২৫ নভেম্বর ২০২৩ মাসের চতুর্থ শনিবার হওয়ার খুলবে না ব্যাংক।

২৬ নভেম্বর ২০২৩ রবিবার হওয়ার কারণে ফের একবার ছুটি থাকবে সব ব্যাংক।

২৭ নভেম্বর ২০২৩ সোমবার কার্তিক পুজো এবং গুরু নানক জয়ন্তী উপলক্ষে আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডীগড়, দেরাদুন,জয়পুর, জম্মু, কানপুর, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নতুন দিল্লি , রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাংক।

৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার কনকদাস জয়ন্তী উপলক্ষে শুধুমাত্র ব্যাঙ্গালুরুতে বন্ধ থাকবে ব্যাংক।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *