বাংলায় এন্ট্রি নিচ্ছে হাড় কাঁপানো শীত! থরথরিয়ে নামবে পারদ, হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা

বাংলায় এন্ট্রি নিচ্ছে হাড় কাঁপানো শীত! থরথরিয়ে নামবে পারদ, হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা

বাংলায় এন্ট্রি নিচ্ছে
হাড় কাঁপানো শীত!

থরথরিয়ে নামবে পারদ!
হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা!

ঝাঁকিয়ে পড়বে ঠাণ্ডা!
কনকনে শীতে কাবু হবে বঙ্গবাসী!

কবে থেকে ঢুকবে শীত?
কবে থেকে গায়ে চাপাবেন কম্বল?
জানিয়ে দিল হাওয়া অফিস

দুর্গা পুজো শেষ। সামনেই কালী পুজো। প্রতি বছর কালী পুজোতেই কনকনে শীতের শুরু। কুয়াশায় ঢেকে যায় আকাশ। তবে চলতি বছর আবহাওয়া একেবারে অন্যরকম। সেই অর্থে শীতের দেখা নেই। বরং পুজোতেই বাংলার আকাশ জুড়ে ছিল দুর্যোগের ঘনঘটা। এই পরিপ্রেক্ষিতে সকলেরই প্রশ্ন এবার কি শীতের দেখা মিলবে না? উত্তরে যা জানাল হাওয়া অফিস শুনলে খুশিতে লাফাবেন।

আবহাওয়া অফিসের তরফে লেটেস্ট আপডেট, খুব শীঘ্রই কনকনে ঠান্ডায় কাঁপবে গোটা বাংলা। শুষ্ক হয়ে উঠবে গোটা রাজ্যের আবাহাওয়া। ধীরে ধীরে ঝাঁকিয়ে পড়বে শীত। একের পর এক জেলা জমিয়ে দেবে কাঁপুনি ধরা ঠাণ্ডা। উত্তরবঙ্গে সবার আগে শীত নামবে। ইতিমধ্যেই পারদ নামতে শুরু করেছে দার্জিলিং, কালিম্পং, লাভা ইত্যাদি জায়গায়। অনেকটাই ঠাণ্ডা এই কয়েকটি জায়গার পরিবেশ। এদিকে শীতের আমেজ পাওয়া যাচ্ছে কলকাতাতেও। বৃষ্টির কোনও ভ্রূক্ষেপ নেই। কলকাতার আবহাওয়া একেবারে শুষ্ক। আকাশও রোদ ঝলমলে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতার বেশ কয়েকটি স্থানে ঝির ঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই কলকাতার পারদ নামতে পারে ২৩ ডিগ্রীতে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী কিছুদিনের মধ্যেই ৩ ডিগ্রী কমতে পারে। সব মিলিয়ে কম্বল মুড়ি দিয়ে পিঠে খাওয়ার দিন একেবারেই নিকটে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *