দীপাবলীর আগেই সস্তা হল বিদ্যুৎ! এক ইউনিটের খরচ পড়বে নামমাত্র টাকা, শুনেল বিশ্বাসই হবে না

দীপাবলীর আগেই সস্তা হল বিদ্যুৎ! এক ইউনিটের খরচ পড়বে নামমাত্র টাকা, শুনেল বিশ্বাসই হবে না

দীপাবলীর আগেই সস্তা হল বিদ্যুৎ!
এক ইউনিটের খরচ পড়বে নামমাত্র টাকা!

এবার মনের আনন্দে লাগানো যাবে বাতি!
বিল নিয়ে করতে হবে চিন্তা!
বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

কত টাকা সাশ্রয় হবে বিদ্যুৎ বিলে?
শুনলে আনন্দে লাফাবেন

সামনেই দীপাবলি। আলোয় সেজে উঠবে চারিদিক। দীপাবলিতে সকলেই নানা রঙের বাতি দিয়ে বাড়ি সাজান। এই সময় বিদ্যুতের বিলও বেড়ে যায় অনেকটাই। কিন্তু কেমন হয় যদি এই সময় বিদ্যুতের বিল কিছুটা যদি সাশ্রয় করা সম্ভব হয়? দীপাবলির আগে এমনই এক বড় চমক নিয়ে এলো উত্তরপ্রদেশ সরকার। উৎসবের মরশুমে যোগীরাজ্যে বিদ্যুতের বিল কমানোর তোড়জোড় শুরু হয়েছে। জানা যাচ্ছে যোগীরাজ্যে বিদ্যুৎ কর্পোরেশনের পক্ষ থেকে জ্বালানির সারচার্জ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সারচার্জ একবার কমানো হলেই, গ্রাহকেরা বিশাল বড় লাভের মুখ দেখবে।

তথ্য সূত্রে খবর, উত্তর প্রদেশে প্রতি ইউনিট বিদ্যুতের হার ১৮ থেকে কমিয়ে ৬৯ পয়সা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যোগীরাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে যে সমস্ত পরিবার মিটারবিহীন তাদের কাছ থেকে প্রতি কিলো ওয়াট এর হিসেবে ৫০০ টাকা করে নেওয়া হয়। তবে নতুন পরিবর্তন লাগু হলে প্রতি মাসে প্রতি কিলোওয়াটে ৫০ থেকে ৯০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে। অন্যদিকে যোগীরাজ্যের কৃষকদের এক হর্স পাওয়ারের জন্য ৪৮.৪৩ টাকা কম দিতে হবে। তথ্য সূত্রে খবর এই ভাবে যোগীরাজ্যে বিদ্যুৎ বিল অনেক বেশি সাশ্রয় হবে। ফলে দীপাবলিতে মনের আনন্দে নানা রঙের বাতি দিয়ে বাড়ি সাজানো সহজ হবে। বিদ্যুৎ বিল নিয়ে কোনো টেনশন থাকবে না।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *