রাজ্যপালের থেকে পুরস্কার ছিনিয়ে নিল বাংলার ৪টি প্যান্ডেল! পুরষ্কার মূল্য কত জানেন? তালিকায় রয়েছে কারা?

রাজ্যপালের থেকে পুরস্কার ছিনিয়ে নিল বাংলার ৪টি প্যান্ডেল! পুরষ্কার মূল্য কত জানেন? তালিকায় রয়েছে কারা?

রাজ্যপালের থেকে পুরস্কার ছিনিয়ে নিল
বাংলার ৪টি প্যান্ডেল!

আলোকসজ্জা থেকে থিম
সবেতেই পেল ফার্স্ট ক্লাস!

তালিকায় রয়েছে
কোন ৪টি প্যান্ডেল?

কত টাকা পুরস্কার মূল্য পেল
এই প্যান্ডেলগুলো?

বাঙালির প্রাণের পুজো দুর্গা পুজো। প্রতিটি বাঙালি ৩৬৫ দিন অপেক্ষা করে থাকে মায়ের আগমনীর পথে চেয়ে। আর পুজোর কথা এলেই সবার প্রথমে থাকে বাংলার পুজো। ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন বাংলার পুজো। কি হয় না বাংলার পুজোয়? থিম থেকে বারোয়ারি নানা রূপে, নানা সাজে সেজে ওঠে বাংলার মাতৃ প্রতিমা। ইতিমধ্যেই বাঙালির এই উৎসব ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বিশ্ব মঞ্চেও জায়গা করে নিয়েছে। প্রতিবছর বাংলার পুজোকে নানা বিভাগে বিভক্ত করে পুরস্কৃত করা হয়। তার মধ্যে অন্যতম রাজ্যপালের দেওয়া পুরস্কার। বাংলার রাজ্যপালের তরফেও বাংলার সবচেয়ে সেরা পুজোকে দেওয়া হয় দূর্গারত্ন নামক বিশেষ পুরস্কার। যে সমস্ত প্যান্ডেল সব দিক থেকেই সেরা হয় তাদের এই পুরস্কার দেওয়া হয়।

চলতি বছর জনগণের মতের ভিত্তিতে চারটি প্যান্ডেলকে দেওয়া হয়েছে দুর্গারত্ন পুরস্কার। জনগণের পছন্দ ও ভোটের উপর নির্ভর করে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কারটি স্পন্সর করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এক নজরে দেখুন কোন চারটি পুজো প্যান্ডেলকে দেওয়া হল দুর্গারত্ন পুরস্কার –

১, টালা প্রত্যয় –

দুর্দান্ত আলোকসজ্জা ও অভাবনীয় প্যান্ডেলের জন্য দূর্গারত্ন পুরস্কার পেয়েছে এই প্যান্ডেল।

২, কল্যাণী আইটিআই মণ্ডপ –

অসামান্য নান্দনিকতার জন্য দুর্গারত্ন পুরস্কার পেয়েছে কল্যাণী আইটিআই মণ্ডপ।

৩, বন্ধুগন স্পোর্টিং ক্লাব, বরানগর –

পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে দুর্গা রত্ন পুরস্কার জিতে নিয়েছে এই প্যান্ডেলটি।

৪, নেতাজি কলোনি মন্ডপ –

অসাধারণ উদ্ভাবনী থিমের কারণে পুরস্কার জিতেছে এই মণ্ডপ।

এই চারটি প্যান্ডেলকে পুরস্কার দেওয়ার পাশাপাশি এই চারটি প্যান্ডেলের মধ্যে পাঁচ লাখ টাকা পুরস্কার মূল্য ভাগ করে দেওয়া হবে। সেই সঙ্গে দেওয়া হবে একটি করে সম্মাননা পত্র ও একটি করে ফলক।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *