এবার আরো জোরে ফাটানো যাবে বাজি! অনুমতি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী

এবার আরো জোরে ফাটানো যাবে বাজি! অনুমতি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী

এবার আরো জোরে ফাটানো যাবে বাজি!
অনুমতি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী!

পুজোর মাসেই শব্দবাজির
মাত্রায় বিরাট ছাড়!

হঠাৎ কেন বাড়ানো হল
বাজির মাত্রা?

মমতার কাণ্ডে
পরিবেশ সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন!

কি বলছে সুপ্রিম কোর্ট
দেখুন

শুরু হয়েছে পুজোর মাস। পুজো মানেই চারিদিকে আনন্দ, মজা, হৈ হুল্লোড়। আর এই হৈ হুল্লোড়ের মাত্রাকে আরো বেশি বাড়িয়ে দেয় বাজি। পুজোর মরশুমে আতস বাজি, শব্দ বাজি নানা রকম বাজিতে ছেয়ে যায় বাজার। বাজির আওয়াজ কানে এলেই বোঝা যায় পুজো শুরু হয়েছে। তবে এবার বাজির ব্যবহারে শব্দমাত্রা বাড়িয়ে দিল রাজ্য সরকার। বিশ্বাস না হলেও এটাই সত্যি।

কি নিয়ম লাগু করা হয়েছে?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে গত বছর বাজির শব্দ মাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯০ ডেসিবেল পর্যন্ত। এবার এই শব্দ মাত্রাকে আরো বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। ৯০ থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল পর্যন্ত করে দেওয়া হয়েছে। এই খবর শুনে অনেকেই হয়ত ভাবছেন তাহলে এবার পুজোয় হয়ত লাগাম ছাড়া বাজি ফাটানো যাবে। শব্দ দূষণকারী বাজিও হয়ত দেদার ফাটানো যাবে। তবে দুঃখের বিষয় শব্দমাত্রা বাড়ানো হলেও ইচ্ছে মতন বাজি ফাটানো যাবে না। কারণ সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে একমাত্র আতস বাজির ক্ষেত্রেই ৯০ ডেসিবেল থেকে ১২৫ ডেসিবেল করা হয়েছে। অন্যদিকে সবুজ বাজি অর্থাত্‍ পরিবেশ বান্ধব বাজির ক্ষেত্রে কোনো প্রকার নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তাই এমন ভাবার কোনো কারণ নেই ইচ্ছে মতন বাজি ফাটানো যাবে। বরং রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্ট এর তরফ থেকে বারংবার বলা হয়েছে বাজি ফাটানোর ক্ষেত্রে সমস্ত বৈধ নিয়মাবলী সকলকেই মেনে চলতে হবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *