ফুচকা দিয়েই তৈরি গোটা প্যান্ডেল! ঠাকুর দেখলেই কি ফ্রীতে দিচ্ছে ফুচকা?

ফুচকা দিয়েই তৈরি গোটা প্যান্ডেল! ঠাকুর দেখলেই কি
ফ্রীতে দিচ্ছে ফুচকা?

ফুচকা দিয়েই তৈরি
গোটা প্যান্ডেল!

ঠাকুর দেখলেই কি
ফ্রীতে মিলছে ফুচকা?

আগা থেকে গোঁড়া সব জায়গায়
লোভনীয় কুড়মুড়ে ফুচকা!
যা দেখতে জনস্রোত প্যান্ডেলজুড়ে!

কোথায় হয়েছে এমন প্যান্ডেল?
কারাই বা বানিয়েছেন?

বাঙালির প্রিয় উৎসব দূর্গোৎসব। সারা বাংলা এই সময় সেজে ওঠে উৎসবের আনন্দে। বাংলা জুড়ে চলে থিম বনাম সবেকিয়ানার লড়াই। প্রত্যেক ক্লাব চেস্টা করে একে অপরকে টেক্কা দেবার। প্রত্যেকেই নিয়ে আসে নানান অভিনব থিম। তবে এবারে এদের সবাইকে টেক্কা দিল বেহালার নূতন দল সার্বজনীন দূর্গোৎসব।

এই বছর তাদের বিশেষ থিম ‘ফুচকার প্যান্ডেল’। হ্যা শুনতে অদ্ভুত লাগলেও এটি সত্যি। বাঙালির অন্যতম প্রিয় এই টক -ঝাল খাদ্যটি এবারে মণ্ডপ তৈরির প্রধান উপকরন। জানা যাচ্ছে, বেহালার এই প্যান্ডেলের পেছনে রয়েছেন মুল উদ্যোক্তা থিম শিল্পী অয়ন সাহা। তারই মস্তিষ্ক প্রসূত এই ভাবনা। আর তাকে দেড় মাস যাবত সাহায্য করে চলেছেন নেদারল্যান্ডস থেকে বেহালা উড়ে আসা দুই ওলন্দাজ শিল্পী বেঞ্জামিন এবং মার্টিনা। মূলত গত বছর ইউনেস্কোর স্বীকৃতি ও পুরস্কার পাওয়ার পর বিদেশ থেকে শিল্পীদের আনছে বহু মণ্ডপ।

বিশেষ এই মণ্ডপটির জন্য প্রয়োজন পড়েছে প্রায় ৫০ থেকে ৬০ হাজার ফুচকা। ফুচকাগুকিকে ঠিক রাখার জন্য ব্যাবহৃত হয়েছে বিশেষ রাসায়নিক পদার্থ। এমন একটি খাদ্যকেও যে মণ্ডপ তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা যায় ত সত্যি কল্পনাতীত। তবে যাই হোক, বিশেষ এই ফুচকার প্যান্ডেল এখন হিট বাজারে। তাই আর দেরি না করে আজই দর্শন করুন দেশি ও বিদেশি শিল্পীর যৌথ প্রচেষ্টায় তৈরি এই মণ্ডপ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *