পুজোর মধ্যেই দুর্দান্ত সুখবর শোনাল ইসরো! দেশের মান রক্ষা করতে সক্ষম হবে চন্দ্রযান ৩

পুজোর মধ্যেই দুর্দান্ত সুখবর শোনাল ইসরো! দেশের মান রক্ষা করতে সক্ষম হবে চন্দ্রযান ৩

পুজোর মধ্যেই দুর্দান্ত
সুখবর শোনাল ইসরো!

দেশের মান রক্ষা করতে
সক্ষম হবে চন্দ্রযান ৩!

মাইনাস ২০০ ডিগ্রীতেও
কাজ করবে রোভার প্রজ্ঞান!

আশার আলো দেখতে পেলেন
বিজ্ঞানীরা!

ঠিক কি জানিয়েছে ইসরো?
দেখুন

চাঁদের মাটিতে বহু আগেই ঘুমিয়ে পড়েছিল রোভার এবং প্রজ্ঞান। তারা পুনরায় জেগে উঠে কাজ করবে কি না সেই নিয়ে সন্দেহ ছিল ১০০%। বিজ্ঞানীদের অধিকাংশ ধরে নিয়েছিলেন তারা আর কাজ করবে না। কিন্তু হঠাৎ পুজোর মাসেই রোভার এবং প্রজ্ঞানকে কেন্দ্র করে মুখ খুলল ইসরো। স্পষ্ট করে জানিয়ে দিল রোভার এবং প্রজ্ঞানের জেগে ওঠার সম্ভাবনা এখনো নষ্ট হয়নি। যে কোনো মুহূর্তে জেগে উঠে কাজ শুরু করতে পারে রোভার এবং প্রজ্ঞান। আপাতত তাদের বিরক্ত না করে নিজেদের মত করে থাকতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজ্ঞানী মহল।

এই বিষয়ে ইসরোর প্রধান জানিয়েছেন – রোভার এবং প্রজ্ঞান এখন শান্তিতে ঘুমাচ্ছে। ওদের জ্বালাতন করা হবে না। তারা আশাবাদী যে রোভার ও প্রজ্ঞান পুনরায় ঘুম থেকে জেগে উঠবে। সেই সাথে নতুন কোনো আশার আলো দেখাবে।

কিন্তু হঠাৎ করে আশাবাদী কেন হয়ে উঠলেন ইসরোর বিজ্ঞানীরা?

এই বিষয়ে ইসরো প্রধান জানিয়েছেন রোভার ও প্রজ্ঞান ২০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রাতেও রেসপন্স করেছে। এখান থেকেই তৈরি হচ্ছে রোভার ও প্রজ্ঞানের মিরাকেল তৈরি করার সম্ভাবনা। এখন সেদিকেই তাকিয়ে আছে গোটা বিজ্ঞানী মহল।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *