একবার এক পলকে দক্ষিণেশ্বর থেকে দেশের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রামকৃষ্ণ দেব! তাও মা দুর্গার সাহায্যে

একবার এক পলকে দক্ষিণেশ্বর থেকে দেশের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রামকৃষ্ণ দেব! তাও মা দুর্গার সাহায্যে

একবার এক পলকে দক্ষিণেশ্বর থেকে দেশের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রামকৃষ্ণ দেব!

মা দুর্গার সাহায্যে ঘটিয়েছিলেন
এক অলৌকিক কান্ড!

মুহূর্তের মধ্যে দেখা দিয়েছিলেন
নিজের ভাগ্নেকে!

জানেন কি ঘটেছিল সেদিন?
শুনলে গায়ে কাঁটা দেবে

দুর্গা পুজোর কথা উঠলেই শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কথা উঠবেই। তার কারণ হিসেবে কথামৃতে একাধিক গল্প রয়েছে। সেই সমস্ত গল্প থেকে জানা যায় মা দুর্গা ও রামকৃষ্ণের একাধিক রহস্যময় গল্প সম্পর্কে। যা শুনলে আপনারও গায়ে কাঁটা দেবে। কথামৃতের এই গল্প কথাগুলো থেকে প্রমাণ মেলে স্বয়ং মা দুর্গা, শ্রী শ্রী রাম কৃষ্ণ ঠাকুরকে দর্শন দিয়েছিলেন।

ভক্তদের মুখ থেকে শোনা যায়, একবার শ্রী রামকৃষ্ণের ভাগ্নে দেশের বাড়িতে দুর্গা পুজোর আয়োজন করেছিলেন। সেই সময় তিনি চেয়েছিলেন, মামা শ্রী রাম কৃষ্ণ যেন তার পুজোয় উপস্থিত থাকেন। এদিকে তখন দক্ষিণেশ্বরেও দুর্গা পুজো চলছে। ফলস্বরূপ শ্রী রাম কৃষ্ণ দেবকে কিছুতেই ছাড়বেন না মথুরামোহন। কারণ রাম কৃষ্ণ ঠাকুর কোলে গেলে দক্ষিণেশ্বর পুজো ভেস্তে যাবে। অগত্যা শ্রী রামকৃষ্ণ ঠাকুরের ভাগ্নে একাই পুজোর আয়োজন সম্পন্ন করেন। পুজোর সময় মমা রামকৃষ্ণের কথা বড্ড মনে পড়ে তার। সারাক্ষণ ভাবতে থাকে মামা থাকলে ভালো হত। এদিকে রামকৃষ্ণ ঠাকুরও ভাগ্নের চিন্তায় মগ্ন থাকতেন সারাক্ষণ। আর এই সবের মধ্যেই ঘটে এক অলৌকিক কান্ড। রামকৃষ্ণ ঠাকুরের ভাগ্নে টানা দুদিন পুজো চলাকালীন মামা শ্রী রামকৃষ্ণকে মা দুর্গার পাশে সাক্ষাৎ দেখতে পান। এমনকি রামকৃষ্ণের কাছ থেকে দৈব বানীও পান। কিভাবে মায়ের পুজো করতে হবে, কোন কোন নিয়ম মানতে হবে এই সমস্ত কিছুই নাকি মামা রামকৃষ্ণের কাছ থেকে দৈব বানী হিসেবে পান রামকৃষ্ণের ভাগ্নে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *