পুজোতেই ভারতবাসীকে নতুন উপহার দিলেন নরেন্দ্র মোদী! গড়ে দিলেন নতুন ইতিহাস, খুশিতে আত্মহারা গোটা দেশ

পুজোতেই ভারতবাসীকে নতুন উপহার দিলেন নরেন্দ্র মোদী! গড়ে দিলেন নতুন ইতিহাস, খুশিতে আত্মহারা গোটা দেশ

পুজোতেই ভারতবাসীকে
নতুন উপহার দিলেন নরেন্দ্র মোদী!
গড়ে দিলেন নতুন ইতিহাস!

এবার ঝড়ের গতিতে দৌড়াবে ট্রেন!
বেঁচে যাবে অঢেল সময়
কমে যাবে একগুচ্ছ খরচা!

খুশিতে আত্মহারা গোটা দেশ!
ঠিক কি করেছেন নরেন্দ্র মোদী?
শুনলে চমকে যাবেন

পুজোর মাসেই ধামাকাদার সুখবর শোনাল নরেন্দ্র মোদী। বন্দে ভারতের মতন দুর্দান্ত পরিবহনের পর এবার মোদী হাত ধরেই যাত্রা শুরু করল ভারতের প্রথম সেমি-হাই স্পিড আঞ্চলিক ট্রেন। যা গোটা ভারতবাসীর কাছেই দুর্দান্ত একটি বিষয়। বিশেষ এই ট্রেনটির নামকরণ করা হয়েছে নমো ভারত। যেমন গতি তেমনি ফিচারস রয়েছে এই ট্রেনটিতে।

কোথায় কোথায় চলবে এই ট্রেন?

উত্তর প্রদেশের সাহিবাবাদ থেকে দুহাই ডিপো স্টেশন পর্যন্ত চলবে এই ট্রেন।

কি কি থাকছে ট্রেনটিতে ?

১, ট্রেনটির বিশেষ আকর্ষণ বিশাল ওভারহেড স্টোরেজের ব্যবস্থা।

২, ওয়াই ফাই ব্যবস্থা।

৩, আরামদায়ক বসার ব্যবস্থা ।

৪, প্রতিটি আসনে থাকছে চার্জিং এর সুব্যবস্থা।

৫, কোট হ্যাঙ্গারের ব্যবস্থাও থাকছে।

৬, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সিসিটিভি ক্যামেরা, ইমার্জেন্সি ডোর ওপেনিং মেকানিজম ও ট্রেনের চালকের সঙ্গে কথা বলার জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

ট্রেনটির তৈরি করতে খরচ?

ট্রেনটি তৈরি করতে মোট খরচ হয়েছে ৩০ হাজার কোটিরও বেশি টাকা। এই ট্রেনটির সাহায্যে একদিকে যেমন যানজট কমবে অন্যদিকে দিল্লি থেকে মিরাট যেতে আগে যেখানে দেড় ঘণ্টারও বেশি সময় লাগত, এবার থেকে সেখানে এক ঘণ্টারও কম সময় লাগবে। তবে ট্রেনটির ভাড়া কেমন হবে সেই সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *