জানেন শ্রীভূমির পুজোর টাকা কোথা থেকে আসে? কোথায় আছে শ্রীভূমির টাকার খনি?

জানেন শ্রীভূমির পুজোর টাকা কোথা থেকে আসে? কোথায় আছে শ্রীভূমির টাকার খনি?

জানেন শ্রীভূমির পুজোর
টাকা কোথা থেকে আসে?

কোথায় আছে শ্রীভূমির টাকার খনি?
কীভাবে আয়োজিত হয় এত বড় পুজো?

বছরের পর বছর কীভাবে সম্ভব
এত বড় বাজেটের দুর্গাপুজো?

কারা দেয় এত টাকা?
কীভাবে তোলা হয় এই বাজেট?
এর পিছনে লুকিয়ে কোন রহস্য?

কলকাতার দুর্গাপুজো মানেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এর উপর কোনও কথা হবে না। শহরজুড়ে একগুচ্ছ প্যান্ডেল থাকলেও জনসমুদ্রের ঢেউ উপচে পড়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতি দর্শনার্থীদের এত টান কেন জানেন? এর পিছনে একটাই কারণ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম। শহরজুড়ে এত এত প্যান্ডেল হলেও, থিমের কারণেই সবচেয়ে এগিয়ে থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ছোট খাটো থিম নয়, এই ক্লাবের পুজোয় এমন থিম বাছা হয় যা এক কথায় অকল্পনীয়। অসাধ্যকে সাধ্য করে দেখায় এই ক্লাব। শ্রীভূমির পূজোর প্ল্যান মানেই মোটা অঙ্কের বাজেট। পুজোপ্রেমীরা জানতে চান শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজোয় এত টাকা আসে কোথা থেকে? এই যে এত বড় বড় থিম, কঠিন কঠিন নকশা ও তার সরঞ্জাম এগুলোর জন্য কীভাবে অর্থ বরাদ্দ হয়? আজকের প্রতিবেদনে সেই তথ্যই আপনাদের জানাব-

শ্রীভূমির পুজোর টাকা ৫ ভাবে আসে-

এক, মন্ত্রী সুজিত বসুর আর্থিক সহযোগিতাঃ শ্রীভূমির পুজোর বাজেটের একটা মোটা অংশ আসে মন্ত্রী সুজিত বসুর পকেট থেকে। শ্রীভূমির পূজোকে, অনেকেই সুজিত বসুর পুজো নামেও চেনেন।

দুই, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অনুদানঃ শ্রীভূমির দুর্গা পুজোয় একটা বিরাট ভূমিকা রাখে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। পুজো উপলক্ষ্যে শ্রীভূমি ক্লাবের বিশেষ ফান্ড রয়েছে। সেই ফান্ডেই সারা বছর ধরে পুজোর জন্য টাকা জমানো হয়। সেই টাকাই পুজোর কাজে ব্যবহৃত হয়।

তিন, স্থানীয়দের দেওয়া চাঁদাঃ শ্রীভূমির পুজোয় বিশাল অঙ্কের টাকা ওঠে স্থানীয়দের চাঁদা থেকে। এই চাঁদার পরিমাণ বেশ ভালো রকমের হয়।

চার, স্পনসরঃ শ্রীভূমির পুজো সাধারণ পাড়ার পূজো থেকে অনেক আলাদা। শ্রীভূমির পুজো মানেই ব্র্যান্ড। ফলে এই পুজোয় হাত বাড়ায় বহু বড় বড় বিজ্ঞাপন কোম্পানি। বহু স্পনসর রয়েছেন, যারা শ্রীভূমির পুজোয় নিজেদের স্পনসর করতে, মোটা অঙ্কের বিনিয়োগ করে থাকেন।

পাঁচ, পুজোর মেলা ও দোকান পাঠ থেকে আয়ঃ শ্রীভূমির পুজোয় , প্যান্ডেল সংলগ্ন এলাকায় নানা রকম দোকানপাট বসে। তাদের কাছ থেকেও ভালো অঙ্কের মুনাফা লাভ করে শ্রীভূমির পুজো কমিটি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *