বেশিদিন বাঁচতে চাইলে আজই ত্যাগ করুন এই ৫টি অভ্যাস! যা কমিয়ে দেয় আপনার আয়ু, নষ্ট করে দেয় গোটা জীবন

বেশিদিন বাঁচতে চাইলে আজই ত্যাগ করুন এই ৫টি অভ্যাস! যা কমিয়ে দেয় আপনার আয়ু, নষ্ট করে দেয় গোটা জীবন

বেশিদিন বাঁচতে চাইলে
আজই ত্যাগ করুন এই ৫টি অভ্যাস!

যা কমিয়ে দেয় আপনার আয়ু!
নষ্ট করে গোটা জীবন!
তছনছ করে ইমিউনিটি সিস্টেম!

এই ৫টি অভ্যাস বন্ধ করলেই
গড়গড়িয়ে বেড়ে যাবে আপনার আয়ু!

প্রতিটি মানুষই চাই সুন্দর এই পৃথিবীতে অনেকদিন বাঁচতে। কিন্তু এই স্বপ্ন সবার পূরণ হয় না। বেশ কিছু ভুল অভ্যাসের কারণে বহু মানুষকে আমরা অকালেই হারিয়ে ফেলি। তাই যারা অনেকদিন ধরে বাঁচতে চান তাদের ৫টি ভুল থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। চিকিৎসকেরা জানাচ্ছেন দৈনন্দিন জীবনে নিজের অজান্তে আমরা ৫টি ভুলের সঙ্গে জড়িয়ে পড়ি। যা আমাদের জন্য কখনোই ভালো নয়। এক নজরে দেখুন এই ৫টি ভুল কি কি –

এক, অতিরিক্ত ঘুম – অতিরিক্ত ঘুম শরীরের জন্য খুবই ক্ষতিকর। একজন সুস্থ মানুষ দিন ৮ ঘণ্টা ঘুমান। এর বেশি সময় ঘুমালে শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধে। যেমন ডায়াবেটিস, ওজন বৃদ্ধি, হাঁটু ব্যথার মতন আরো অনেক বড় বড় রোগ।

দুই, কঠোর ডায়েট মেইনটেইন করা – আজকাল অনেকেই ওজন ঝরানোর চক্করে খাবারের তালিকা থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ন পদ বাদ দিয়ে দেন। যা শরীরের পক্ষে ক্ষতিকর। এতে শরীরে পুষ্টি সরবরাহ বন্ধ হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

তিন, খালি পেটে চা খাওয়া – সকাল বেলা খালি পেটে অনেকেই চা খেয়ে থাকেন। যা শরীরের পক্ষে ভালো নয়। খালি পেটে চা খেলে পেটের নানা রকম অসুখ হয়। আলসার থেকে গ্যাস্ট্রিক নানা ধরনের জটিল রোগ তৈরি হয়।

চার, রাত করে ডিনার করা – ডিনার করার সঠিক সময় ৮ টা। কারণ এই সময় ডিনার করলে হজম শক্তি ভালো কাজ করে। যত রাত হয় ততই আমাদের হজম শক্তি কমতে থাকে। তাই রাতের বেলা আমাদের সঠিক সময়ে ডিনার করা উচিত। এতে পেট ভালো থাকে, মনও ভালো থাকে।

পাঁচ, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া – আজকাল বেশির ভাগ মানুষ জাঙ্ক ফুডে অভ্যস্ত। ঘরে হোক বা বাইরে জাঙ্ক ফুড খেতেই হবে। জাঙ্ক ফুড ছাড়া যেন দু দণ্ড চলে না। কিন্তু দিনের পর দিন জাঙ্ক ফুড শরীরের মারাত্মক ক্ষতি করে। ইমিউনিটি সিস্টেমকে নষ্ট করে দেয়। এমনকি শরীরে বড় বড় রোগের উপদ্রব ঘটায়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *