জানেন পৃথিবীতে কোন প্রাণীর ক্যান্সার হয় না? হলেও দিব্যি বেঁচে থাকতে পারে আজীবন

জানেন পৃথিবীতে কোন প্রাণীর ক্যান্সার হয় না? হলেও দিব্যি বেঁচে থাকতে পারে আজীবন

জানেন পৃথিবীতে কোন প্রাণীর
ক্যান্সার হয় না?

১টি মাত্র প্রাণী রয়েছে
যার ক্যান্সার হলেও ক্ষতি হয় না!
দিব্যি বেঁচে থাকতে পারে!

মানুষের থেকেও শক্তিশালী এই প্রাণী!
ক্যান্সার প্রতিরোধে সক্ষম!

কি নাম প্রাণীটির?
শুনলে বিশ্বাসই হবে না!

ক্যান্সার একটি মারাত্মক রোগ। যারা ভুগছেন তারাই জানেন এই রোগের থাবা কতটা ভয়ংকর। মানুষের শরীরে ক্যান্সার হলে তাঁকে সার্ভাইব করানোটা কঠিন। কারণ মানুষের শরীরে ক্যান্সার প্রতিরোধী কোনও কোষ নেই। যে কারণে ক্যান্সার হলে মানুষ অল্প সময়ের মধ্যেই পরপারে চলে যায়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার দেহে ক্যানসারকে প্রতিরোধ করার কোষ রয়েছে। পৃথিবীর আর কোনো প্রাণীর এই ক্ষমতা নেই। শুধু মাত্র একটি প্রাণীর রয়েছে। আর এই প্রাণীটি হল হাতি। একমাত্র হাতিয়ার দেহেই রয়েছে ক্যানসারকে প্রতিরোধ করার নিজস্ব ক্ষমতা। এই কারণেই হাতির দেহে ক্যান্সার বাসা বাঁধলেও হাতির প্রাণ সংকট হয় না।

কিন্তু কিভাবে হাতির দেহে এই ক্যান্সার প্রতিরোধ ক্ষমতাটি কাজ করে?

এই বিষয়টি জানতেই গবেষণা চালায় শিকাগোর একদল বিজ্ঞানী। তারা হাতি ও মানুষের মধ্যে পর্যবেক্ষণ করে দেখতে পান মানুষের শরীরে একটি বিশেষ প্রজাতির জিন রয়েছে। যার নাম P53। এটি প্রতিটি মানুষের শরীরে সুপ্ত অবস্থায় থাকে। এর কাজ হল মূলত শরীরের বাজে ও খারাপ পদার্থগুলোকে দূর করে দেওয়া। তবে এটি অত্যধিক সক্রিয় হলে মানব শরীরে ক্যান্সার রোগ দানা বাঁধে। এদিকে হাতির শরীরে এই ধরনের কোনো জিন থাকে না। তবুও হাতি দিব্যি হেসে খেলে ক্যানসারকে প্রতিরোধ করতে পারে। এর পিছনে থাকা রহস্যও খুঁজে বার করেছেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে, হাতির দেহে P53 এর মাত্রা খুবই কম। সেই সাথে হাতির দেহে নাকি এক প্রকার জম্বি জিন রয়েছে। যা ক্যানসারকে ছড়ানোর আগেই কুপোকাত করে দেয়। আর ঠিক এই কারণেই হাতি ক্যানসারকে নির্মূল করতে পারে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *