পুজোর আগেই বড়সড় দুঃসংবাদ! তেড়ে ফুঁড়ে আসছে অভিশপ্ত সুপার এল নিনো, যার অভিশাপে শুরু হবে তাণ্ডব পুজোর আগেই মারাত্মক দুঃসংবাদ!

পুজোর আগেই বড়সড় দুঃসংবাদ! তেড়ে ফুঁড়ে আসছে অভিশপ্ত সুপার এল নিনো, যার অভিশাপে শুরু হবে তাণ্ডব

পুজোর আগেই মারাত্মক দুঃসংবাদ!
তেড়ে ফুঁড়ে আসছে অভিশপ্ত সুপার এল নিনো!

পৃথিবীর সবচেয়ে বড় শত্রু
সুপার এল নিনো!

ছারখার করে দেবে গোটা দেশ!
তছনছ করে দেবে ঋতুচক্র!

যার অভিশাপে শুরু হবে
খরা, বন্যা, অতিবৃষ্টি!

চিন্তায় দিশেহারা হাওয়া অফিস!
মানুষ কিভাবে বাঁচবে এল নিনোর থাবা থেকে?

প্রকাশ্যে তোলপাড় করা
ওয়েদার রিপোর্ট

পুজোর আগেই চরম দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস। যা শুনলেই মাটি হবে পুজোর আনন্দ। সম্প্রতি জাতীয় হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই ভারতের দিকে এগিয়ে আসছে সুপার এল নিনো। আসন্ন এই সুপার এল নিনোটি হতে চলেছে শতাব্দীর সবচেয়ে বড় ও শক্তিশালী একটি এল নিনো। আবাহাওয়াবিদরা একে ঐতিহাসিক শক্তিধর এল নিনো হিসেবে সম্বোধন করছেন।

এই এল নিনো আসলে কি?

এল নিনো হল সমুদ্র উপকূলীয় অঞ্চলের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়া। এল নিনো কখন হয় সেটা আগে থেকে আন্দাজ করা যায় না। তবে ৫ থেকে ৬ বছর অন্তর অন্তর এল নিনো হয়ে থাকে। এল নিনো অনেকটাই ঘূর্ণিঝড়ের মতন। বিজ্ঞানীরা জানাচ্ছেন সারা বিশ্বজুড়ে এর প্রভাব পড়তে পারে। এমনকি ভারতও ব্যাপকভাবে প্রভাবিত হবে। এল নিনোর ফলে খাদ্য শস্যের উৎপাদন ক্ষতিগ্রস্থ হবে। সম্পূর্ন বাস্তুতন্ত্র ক্ষতির সম্মুখীন হবে। ভারতের মৌসুমীবায়ু চক্র বাধাপ্রাপ্ত হবে। খরা ও বন্যার মতন পরিস্থিতিও তৈরি হতে পারে।

তবে এই সবের মাঝেও শান্তির খবর হল সুপার এল নিনো আসার সম্ভাবনা আগামী বছরের মার্চ মাসের দিকে। আপাতত সুপার এল নিনোর আসার কোনও সম্ভাবনা নেই।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *