মাটির নীচের কলকাতা খেয়ে ফেলছে বিশেষ এক প্রাণী! তছনছ করে দিচ্ছে গোটা শহর

মাটির নীচের কলকাতা খেয়ে ফেলছে বিশেষ এক প্রাণী! তছনছ করে দিচ্ছে গোটা শহর

মাটির নীচের কলকাতা খেয়ে ফেলছে
বিশেষ এক প্রাণী!

ধীরে ধীরে ছারখার করে দিচ্ছে
গোটা শহর!

ধ্বংস করে দিচ্ছে
বড় বড় বাড়ি, ফ্লাইওভার!

সতর্ক না হলেও শুরু হবে
ভূমিকম্প থেকে মহামারী!

কি নাম প্রাণীটির?
কিভাবে ঘটাচ্ছে এমন অঘটন?

শহর কলকাতা জুড়ে শুরু হল এক নতুন আতঙ্ক! মাটির তলার এক ক্ষুদ্র দানব তছনছ করে দিচ্ছে সমস্ত কিছু। ধ্বংস করে দিচ্ছে বড় বড় অট্টালিকা থেকে ফ্লাইওভার। নষ্ট করে দিচ্ছে দৈত্যাকার ইমারত। ভয়ে প্রাণ শুকিয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের। ভাবছেন এই ক্ষুদ্র দানবটি কি?

এই দানব আর কিছুই নয়, ইঁদুর। যার নিশানায় গোটা কলকাতা। তিলোত্তমা নগরীকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ঝাঁকে ঝাঁকে ইঁদুরের দল। বিশেষজ্ঞরা জানিয়েছেন শহরের একাধিক বড় বড় ভবন, ফুটপাত, রাস্তা নষ্ট করে দিচ্ছে ইঁদুরের দল। ইটের মধ্যে গর্ত করে নির্মাণ কাঠামোকে ভেঙে চুরমার করে দিচ্ছে এই ক্ষুদ্রকার দানবগুলো। তবে এই ইঁদুর গুলোকে ক্ষুদ্র বললেও ভুল হবে। এরা নাকি আকারে বিড়ালের থেকেও বড়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ইঁদুরগুলোর সাইজ ৬০ মিমি এবং ৭০০ মিমি। ইঁদুর গুলো শুধু মাত্র ঘর বাড়িরই বারোটা বাজাচ্ছে না। একই সাথে বৈদ্যুতিক লাইনেও গোলযোগ ঘটাচ্ছে। বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক বাক্সতেও ইঁদুরগুলো ক্রমাগত হানা দিচ্ছে। ইঁদুরের এমন উৎপাতে অতিষ্ট বিশেষজ্ঞরা।

তাই হন্য হয়ে খুঁজছেন হ্যামিলিনের বাঁশিওয়ালাকে। যার বাঁশির সুরে বশে আনা যাবে দুষ্টু ইঁদুরের দলকে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *