এবার সেরা পুজোর মুকুট পেল কে? উত্তর জানিয়ে দিল Lions দশBhuja সম্মান ২০২৩

এবার সেরা পুজোর মুকুট পেল কে? উত্তর জানিয়ে দিল Lions দশBhuja সম্মান ২০২৩

বাঙালীর সেরা উৎসব দুর্গাপুজো। বাংলা তথা বিশ্বের এই সর্ববৃহৎ উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ এনজিও লায়ন্স ক্লাব। লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরেই কলকাতা সহ ভারত বর্ষের বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে। তথাকথিত বাংলার দুর্গা উৎসবেও যারা বিশেষ পুজো করে যেমন, থিম এবং সাবেকিয়ানা তাদেরকেও সম্মানিত করার চেষ্টা করে লায়ন্স ক্লাবের অন্তর্গত Lions দশBhuja সম্মান। চলতি বছর লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা সার্কুলার ও RWAC এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে লায়ন্স দশভূজা সম্মান ২০২৩। এক নজরে দেখুন লায়ন্স দশভূজা সম্মান ২০২৩ এ কোন কোন বিভাগে পুরস্কার পেয়েছে কোন কোন পুজো –

সেরার সেরা –

১, টালা প্রত্যয়

২, কাশি বোসলেন দুর্গাপূজা কমিটি

৩, দক্ষিণ দাড়ি ইউথ

৪, রাজডাঙ্গা নবউদয় সংঘ

৫, দমদম পার্ক তরুণ সংঘ পুজো কমিটি

সেরা প্রতিমা –

১, কালী ঘাট মিলন সংঘ

২, বাদামতলা আশার সংঘ

৩, আহিরিটলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি

৪, দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি

৫, চোর বাগান সার্বজনীন সমিতি

সেরা প্যান্ডেল –

১, সন্তোষ মিত্র স্কোয়ার

২, ত্রিধারা

৩, বেলিয়াঘাটা ৩৩ নম্বর পল্লিবাসী বৃন্দ

৪, রেল পুকুর ইউনাইটেড ক্লাব

৫, কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি

সেরা ভাবনা –

১, তরুণ দল

২, হাতিবাগান নবীন পল্লী

৩, হিন্দুস্তান ক্লাব ( গড়িয়াহাট )

৪, বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি

৫, অর্জুনপুর আমরা সবাই ক্লাব

বছরের বিস্ময় –

১, দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি

২, বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি

৩, অশ্বিননগর বন্ধুমহল ক্লাব

৪, জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতি

৫, উল্টাডাঙ্গা বিধান সংঘ

সেরা পরিবেশ বান্ধব –

১, এন্টালি সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব

২, হিন্দুস্তান পার্ক

৩, হাটখোলা ঘোষাই পাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি

৪, এফ ডি ব্লক সার্বজনীন দুর্গোৎসব সমিতি

৫, ভারত চক্র

সেরা আলোকসজ্জা –

১, নপাড়া দাদা ভাই সংঘ

২, কলেজ স্কোয়ার

৩, একডালিয়া এভারগ্রীন

এই বিষয়ে আমরা কথা বলেছিলাম লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা সার্কুলারের প্রেসিডেন্ট অভিজিৎ ঘোষের সঙ্গে। তাঁর মতে –

” চলতি বছর সেরা পুজোর মনোনয়নে ২০০টিরও বেশী রেজিস্ট্রেশন পেয়েছেন। তার মধ্যে ১৩১টি পরিদর্শন করেছেন। সেখান থেকেই বিভিন্ন বিভাগে বেছে নিয়েছেন বিভিন্ন পুজোকে। প্রত্যেকটি পুজোই সেরা। সেখান থেকে সেরার সেরা পুজো বেছে নেওয়াটাই ছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ।”

সেরা পুজো বাছাইয়ের বিষয়ে Lions দশBhuja সম্মানের অন্যতম প্রধান কর্তা বিশ্বজিৎ ঘোষ ও চেয়ারম্যান অমল ব্যানার্জী জানান –

” মহালয়ার পর থেকে ষষ্ঠী পর্যন্ত সেরা পুজো বাছাইয়ে নেমে পড়ে Lions দশBhuja সম্মানের বিশিষ্ট বিচারকরা। এরপর একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করার পর ৮৭টি পুজোকে প্রথম রাউন্ডের বিজেতা ঘোষণা করা হয়। এরপর এই প্রথম রাউন্ডের বিজেতার থেকে ৩৩ টি পুজোকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। প্রত্যেকটি পুজোই প্রশংসার দাবিদার। ফলে সেরা পুজো বেছে নেওয়াটাই ছিল বিচারকদের কাছে খুবই কঠিন কাজ।”

Lions দশBhuja সম্মান ২০২৩ সম্পূর্ণ আয়োজনটিতে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছে, বজ বজ ইন্সটিটিউট অফ টেকনোলজি ( অ্যাসোসিয়েট স্পনসর ),এছাড়াও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সারা বাংলা দাবা সংস্থা, দ্যা ট্রাভেল পয়েন্ট, ভিস্তা গ্রুপ। Lions দশBhuja সম্মানের পক্ষ থেকে প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। এছাড়াও সহযোগিতা করেছে বাংলা হান্ট। বাংলার এক নম্বর ডিজিটাল নিউজ নেটওয়ার্ক,যাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে গিয়েছে “Lions দশভূজা সম্মান 2023″। সামনেই রয়েছে লায়ন্স ক্লাব অফ সার্কুলার এর আরও বড় চমক, দশভুজা সম্মানের পরেই আসতে চলেছে “শ্যামা মা সম্মান ২০২৩”। সেই সঙ্গে আগামী ২৫ নভেম্বর আয়োজিত হবে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বর্ণাঢ্য এ্যাওয়ার্ড শো মহাজাতি সদনে। যেখানে পুরস্কৃত করা হবে, Lions দশBhuja সম্মান ২০২৩ ও শ্যামা মা সম্মান ২০২৩ এর বিজেতাদের ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *