পুজো পরিক্রমা

পুজো দেরিতে হলে কি হবে তারপরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। কিন্তু বাঙালির কাছে দুর্গাপুজো একটা ইমোশন। তাই করোনা কালেও মহামারীর চোখ রাঙানিকে উপেক্ষা করেই শহরবাসী বেরিয়ে পড়েছিলেন পুজো পরিক্রমায়। সেখানে বৃষ্টির ভূকুটি তো কোন ছাড়! তাই প্রতিবারের মতো এবারও ভিড় ঠেলে প্যান্ডেল হপিং মাস্ট। অন্যান্য বছরের মতো এবছরেও মহালয়ার দিন থেকেই কলকাতার রাজপথে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন শহরবাসী। উত্তর হোক বা দক্ষিণ কলকাতার ঠাকুর দেখার মধ্যে চিরকালই রয়েছে একটা আলাদা ক্রেজ।

কিন্তু পুজোর সময় গাড়ির রুট বদলে দেওয়া হয়।  তাই ঠাকুর দেখতে বেরিয়ে যানজটের মুখে পড়তে হয় কমবেশি সবাইকেই। এই কারণে অনেকের ভরসা নিজের পা’দুটোই। কিন্তু পায়ে হেঁটে আর কতক্ষণ? তাই  দুর্গাপুজোয় শহরবাসীর মুশকিল আসানে হাজির কলকাতা মেট্রো। তাই শহরবাসীর পুজো পরিক্রমা  সারতে মেট্রো ছাড়া কোন গতি নেই!  এক নজরে দেখে নিন কোন মেট্রো স্টেশনে নামলে কোন পুজো গুলো আপনি হাতের নাগালে পেয়ে যাবেন।  তাহলে আর দেরি কিসের? এই গাইডলাইন দেখেই  ঝটপট বানিয়ে ফেলুন পুজো পরিক্রমার রোডম্যাপ।

উত্তর কলকাতার ঠাকুর দেখার জন্য:

দমদম

১৪ পল্লি সর্বজনীন
সিঁথি সর্বজনীন

বেলগাছিয়া

বেলগাছিয়া সর্বজনীন (টালা পার্ক)
নতুন পল্লি প্রদীপ সংঘ
লেকটাউন নেতাজি স্পোর্টিং
লেকটাউন অ্যাসোসিয়েশন
দমদম পার্ক ভারতচক্র
দমদম পার্ক তরুণ সংঘ
দমদম তরুণ দল
শ্রীভূমি

শ্যামবাজার

টালা পার্ক প্রত্যয়
বাগবাজার
শ্যাম স্কোয়্যার
জগৎ মুখার্জি পার্ক

শোভাবাজার

আহিরীটোলা সর্বজনীন
আহিরীটোলা যুবকবৃন্দ
বেনিয়াটোলা সর্বজনীন
কুমারটুলি পার্ক
শোভাবাজার রাজবাড়ি
হাতিবাগান সর্বজনীন
কাশী বোস লেন
গৌড়বেড়িয়া/গৌরীবাড়ি
তেলেঙ্গাবাগান
চালতাবাগান

গিরীশ পার্ক

বিডন স্কোয়্যার
শিমলা ব্যায়াম সমিতি
বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব
পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি

মহাত্মা গান্ধী রোড

মহম্মদ আলি পার্ক
কলেজ স্কোয়্যার
শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব

সেন্ট্রাল

সন্তোষ মিত্র স্কোয়্যার
সুবোধ মল্লিক স্কোয়্যার
চোরবাগান সর্বজনীন

চাঁদনি চক

জানবাজার
তালতলা সর্বজনীন
ওয়েলিংটন

দক্ষিণ কলকাতার ঠাকুর দেখার জন্য:

রবীন্দ্র সদন

গোখেল স্পোর্টিং
চক্রবেড়িয়া সর্বজনীন

নেতাজি ভবন

ভবানীপুর দুর্গোৎসব সমিতি
ভবানীপুর ৭৫ পল্লি
সংঘমিত্রা
ম্যাডক্স স্ক্যোয়ার
৭৬ পল্লি
ভবানীপুর স্বাধীন সংঘ

যতীন দাস পার্ক

২৩ পল্লি
হাজরা পার্ক
মাতৃ মন্দির
বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব

কালীঘাট

দেশপ্রিয় পার্ক
ত্রিধারা
চেতলা অগ্রণী
বাদামতলা আষাঢ় সংঘ
৬৬ পল্লি
সমাজসেবী
গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক
বালিগঞ্জ কালচারাল
একডালিয়া এভারগ্রিন
সিংহি পার্ক
বোসপুকুর শীতলা মন্দির
রাজডাঙা নবউদয় সংঘ

রবীন্দ্র সরোবর

সুরুচি সংঘ
মুদিয়ালি
শিব মন্দির

মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ)

অজেয় সংহতি
বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক
হরিদেবপুর ৪১ পল্লি ক্লাব

নেতাজি (কুঁদঘাট)

পল্লি উন্নয়ন সমিতি
নেতাজি নগর সর্বজনীন দুর্গোৎসব

মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী)

মৈত্রী পার্ক সর্বজনীন
রয়নগর উন্নয়ন সমিতি

গীতাঞ্জলি (নাকতলা)

নাকতলা উদয়ন সংঘ

কবি নজরুল (গড়িয়া)

নবদুর্গা সর্বজনীন দুর্গোৎসব

টালিগঞ্জ কিংবা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে অটো, ট্যাক্সি বা বাসে করে বেহালার মণ্ডপগুলিতে পৌঁছে যেতে পারেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *