উদিতা গোস্বামী

বলিউডের লাস্যময়ী  অভিনেত্রী উদিতা গোস্বামী। তাঁর যৌন আবেদন একসময় ঝড় তুলেছিল অসংখ্য পুরুষ হৃদয়ে। খুব অল্প বয়সেই একেবারে উল্কার গতিতে যেমন উত্থান হয়েছিল তেমনি আবার খুব অল্পদিনেই বলিউড থেকে হারিয়েও যান উদিতা। অভিনয়ের পাশাপাশি সাহসী দৃশ্যেও তাঁর সাবলীল অভিনয় রীতিমত চর্চার বিষয় হয়ে উঠেছিল পেজ থ্রীর পাতায়।

খুব ছোট থেকেই গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে দারুন আগ্রহ ছিল উদিতার। মাত্র ১৬ বছর বয়সেই প্রথম ব়্য়াম্পে হাঁটেন উদিতা। ক্যারিয়ারের শুরুতেই মডেলিং কে পেশা হিসেবে বেছে নিয়ে দিল্লি চলে এসেছিলেন তিনি। মডেলিংয়ের জগতেও বেশ নামডাক হয়েছিল তাঁর। Mtv Model Mission 2-তে বিজয়ী হওয়ার পর একের  এক বিজ্ঞাপনে অভিনয় করার  সুযোগ আসতে থাকে তাঁর কাছে। সে সময় নোকিয়া, পেপসি, টাইটান ওয়াচ-এর মত বড় বড় সব ব্র্যান্ডের মুখ ছিলেন তিনি। এইভাবে খুব অল্প দিনেই সাফল্যের মুখ দেখেছিলেন তিনি।

মডেলিং-এর জগতে কাঙ্ক্ষিত সাফল্য লাভের পর অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। মাত্র ১৯ বছর বয়সেই পূজা ভাটের ‘পাপ’ সিনেমার হাত ধরে বলিউডে ডেবিউ  করেছিলেন উদিতা। এই সিনেমায় জন আব্রাহাম নায়ক ছিলেন উদিতার। সিনেমাটি বক্স অফিসে সাফল্য না পেলেও সে বছর সেরা ডেবিউ  অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছিলেন। তাই প্রথম সিনেমার পর আর ফিরে তাকাতে হয়নি উদিতাকে।

এরপর একে একে জেহের, আকসর, দিল দিয়া হ্যায়, আগর, কিসসে পেয়ার করু, ফক্স, চেজ, অ্যাপার্টমেন্ট, রোক, মেরে দোস্ত পিকচার হ্যায় বাকি হ্যায়ের মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে।  ২০১২ সালে ‘ডায়রি অফ বাটারফ্লাই’ সিনেমায় শেষবার অভিনয় করেছিলেন উদিতা। অভিনয় জগতে  সাফল্য মিললেও খুব তাড়াতাড়ি বলিউডকে বিদায় জানান অভিনেত্রী। একটা সময় ২০১২ সাল নাগাদ জোর গুঞ্জন শোনা যায় বলিউড ছেড়ে হলিউডের পাড়ি দেবেন উদিতা।

সেসময় কেরিয়ারের মধ্য গহনে বিরাজ করছিলেন অভিনেত্রী। কিন্তু আচমকাই ছন্দপতন। হলিউড যাত্রা আর হয়ে ওঠেনি উদিতার।  ২০১৩ সালেই  বলিউডের জনপ্রিয় পরিচালক মোহিত সুরির  সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন উদিতা। বিয়ে করার পরেই  বলিউডকে  চিরতরে বিদায় জানান উদিতা।

মোহিত সুরিকে বিয়ে করার সুবাদে উদিতা সম্পর্কে আলিয়া ভাটের বৌদি এবং ইমরান হাশমির আত্মীয় হন। ২০১৫ সালে উদিত এক কন্যা সন্তানের জন্ম দেন। তার তিন বছর পর ২০১৮ সালে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন  অভিনেত্রী। তবে বিয়ের পর উদিতা শুধুই  সংসার করছেন এমনটা ভাবার কোনো কারণ নেই। অভিনয় ছাড়লেও উদিতা এখন একজন পেশাদার ডিজে। দেশ-বিদেশে শো করেন তিনি।  অভিনয়ের পাশাপাশি এই কাজের প্রতি উৎসাহ থেকে ডিজেইংয়ের কোর্স করেছিলেন উদিতা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *