পুজোর আগেই বড়সড় তান্ডব বাংলার বুকে! ঘুচে যাবে ঠাকুর দেখা

পুজোর আগেই বড়সড় তান্ডব বাংলার বুকে! ঘুচে যাবে ঠাকুর দেখা

পুজোর আগেই বড়সড় তান্ডব
বাংলার বুকে!

ঘুচে যাবে ঠাকুর দেখা!
লাঠে উঠবে নতুন জামা!

এবার মারাত্মক খেল দেখাবে
বাংলার ওয়েদার!

ঝড় জলে নাকাল হবে বঙ্গবাসী!
তেড়ে ফুঁড়ে নামবে মেঘভাঙ্গা বৃষ্টি!
মুখ খুলল আলিপুর হওয়া অফিস!

সামনেই পুজো, তার মধ্যেই ঘন ঘন মুড সুইং করছে আবাহাওয়া। সেই নিয়েই বেজায় বিপাকে বঙ্গবাসী। কারণ বাঙালির কাছে সেরা উৎসব দুর্গাপুজো। আর পুজোতে বৃষ্টি মানেই সব প্ল্যান বরবাদ। পুজোয় কেনা নতুন জামা, নতুন জুতো কিছুই যে আর পরা হবে না। আর তাই সারা পুজোয় ওয়েদার কেমন থাকবে সেই খবরটাই জানতে চাইছে বঙ্গবাসী। আজকের প্রতিবেদনে জানাব সেই তথ্য। হাওয়া অফিস সূত্রে জানিয়ে দিল একেবারে লেটেস্ট আপডেট। যা শুনলেই বুঝতে পারবেন এবারের পুজোয় কেনা নতুন জামা পরা যাবে কি যাবে না!

আবাহাওয়া দপ্তর সূত্রে খবর, পুজোর আগে আগে একবার মুড সুইং হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ ভালো রকম ভোল বদলাবে আবাহাওয়া। দক্ষিণ বঙ্গ ও উত্তর বঙ্গ দুই বঙ্গেই জমিয়ে চলবে ঝড় বৃষ্টির ব্যাটিং। জানা যাচ্ছে বঙ্গোপসাগরে আবারও একটি ঘূনাবর্ত তৈরি হতে চলেছে। তবে সেটি কোন দিকে অগ্রসর হবে, কোন দিকে তাণ্ডব চালাবে সেই নিয়ে কোনও এখনও মেলেনি। অনুমান করা হচ্ছে মায়ানমার উপকূলের দিকেই এই ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে। পুজোর ঠিক আগেই আবহাওয়ার এই পরিবর্তন ঘটবে। দক্ষিণ বঙ্গের মধ্যে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশও মেঘলা থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের আকাশেও থাকবে মেঘের হাতছানি। সব মিলিয়ে পুজোয় নতুন জামা , নতুন জুতোর পাশাপাশি নতুন ছাতাও কিনতে হবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *