৫ হাজারের বেশি নিয়োগ! পুজোর আগেই সুখবর শোনাল পশ্চিমবঙ্গ সরকার! কারা করতে পারবেন আবেদন?

৫ হাজারের বেশি নিয়োগ! পুজোর আগেই সুখবর শোনাল পশ্চিমবঙ্গ সরকার! কারা করতে পারবেন আবেদন?

৫ হাজারের বেশি নিয়োগ!
পুজোর আগেই সুখবর!

শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য!
কি সেই সুখবর?
যা শুনলে আনন্দে লাফাবেন আপনিও

সামনেই পুজো, তার আগেই বিরাট ঘোষণা শোনাল রাজ্য সরকার। যা শুনলে খুশিতে আত্মহারা হয়ে যাবে বাংলার শিক্ষক মহল। রাজ্যের শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে , খুব শীঘ্রই প্রাথমিক স্কুলে বিশেষ শিক্ষক নিয়োগ করা হবে। এই মুহূর্তে বিশেষ শিক্ষকদের জন্য একাধিক শুন্য পদ রয়েছে। সেগুলো পূরণ করতেই এই বিজ্ঞপ্তি ঘোষনা করেছে রাজ্যের শিক্ষা দপ্তর।

তথ্য সূত্রে জানা যাচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়ার সাহায্যে আগামী পাঁচ বছরের মধ্যে আশি হাজার শিক্ষক নিয়োগ হতে পারে। ২৭১৫টি শূন্য পদ রয়েছে বলে সূত্রের দাবি। তবে পরবর্তীতে এই শুন্য পদ বেড়ে ৫২৯৮ টি হবে বলেও শোনা যাচ্ছে। ইতিমধ্যেই বিশেষ শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

সূত্রের খবর, এই পর্যন্ত যতগুলো শূন্য পদ রয়েছে, সেগুলো ছাড়াও উচ্চ প্রাথমিক স্তরেও একাধিক শুন্য পদ থাকবে। একই সাথে রাজ্যের প্রতিটি স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষ শিক্ষক নিযুক্ত করা হবে। রাজ্যের সমস্ত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যাতে শিক্ষা দীক্ষায় আরও বলীয়ান হতে পারে সেই লক্ষ্যেই অবিরাম কাজ করে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে জানিয়ে রাখি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষক হিসেবে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত বিশেষ বিএড বা বিশেষ ডিএলএড কোর্সের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *