বন্দে ভারতে চালু হল ফোর্টিন মিনিট মিরাকেল পরিষেবা! এবার থেকে মাত্র ১৪ মিনিটে ধুয়ে মুছে সাফ হবে বন্দে ভারতের প্রত্যেকটি কামরা

বন্দে ভারতে চালু হল ফোর্টিন মিনিট মিরাকেল পরিষেবা! এবার থেকে মাত্র ১৪ মিনিটে
ধুয়ে মুছে সাফ হবে বন্দে ভারতের প্রত্যেকটি কামরা

বন্দে ভারতে চালু হল
ফোর্টিন মিনিট মিরাকেল পরিষেবা!

এবার থেকে মাত্র ১৪ মিনিটে
নতুনের মতন হয়ে উঠবে
বন্দে ভারতের প্রত্যেকটি কামরা!

এর জন্য না লাগবে যন্ত্র
না লাগবে রোবট!

কীভাবে সম্ভব হবে এই অসম্ভব?
দেখুন বন্দে ভারতের নতুন জাদু

বন্দে ভারতে এবার জাপানের বুলেট ট্রেনের ছোঁয়া। এই মুহূর্তে ভারতের জনপ্রিয় ট্রেনগুলোর মধ্যে এগিয়ে রয়েছে বন্দে ভারত। এই ট্রেনটিকে আরও বেশি যাত্রী উপযোগী করে তুলতে সর্বদাই কাজ করে চলেছে ভারতীয় রেলওয়ে। এবার বন্দে ভারতের যুক্ত হল ‘ফোর্টিন মিনিট মিরাকেল’ নামক একটি বিশেষ ব্যবস্থা। যে ব্যবস্থার আওতায় বন্দে ভারতকে মাত্র ১৪ মিনিটের মধ্যে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা হবে। কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছতা হি সেবা’ প্রকল্পের আওতায় বন্দে ভারতে এই নতুন ব্যবস্থাটি চালু করা হয়েছে।

ঠিক কেমন হবে এই ‘ফোর্টিন মিনিট মিরাকেল’ পরিষেবা?

রেল কর্তারা জানিয়েছেন, জাপানের আদলে এই সিস্টেমটি ভারতে চালু করা হয়েছে। জাপানে এক একটি বুলেট ট্রেন পরিষ্কার করতে সময় লাগে মাত্র ৭ মিনিট। ঠিক সেই রকমই বন্দে ভারতে শুরু হচ্ছে ‘ফোর্টিন মিনিট মিরাকেল’ পরিষেবা। যার সাহায্যে মাত্র ১৪ মিনিটে পরিষ্কার হয়ে যাবে বন্দে ভারত। শোনা যাচ্ছে এই পরিষেবার আওতায়, কোনও রকম যন্ত্র ছাড়াই অল্প সময়ের মধ্যেই বন্দে ভারতের কামরা পরিষ্কার সম্ভব হবে। তিন জন করে সাফাই কর্মী প্রত্যেকটি কামরা মাত্র ১৪ মিনিটের মধ্যেই ঝকঝকে পরিষ্কার করে দেবে। এত দিন বন্দে ভারতের এক একটি কামরা পরিষ্কার করতে সময় লাগত ৪৫ মিনিট করে। এবার থেকে আর ৪৫ মিনিট নয় মাত্র ১৪ মিনিটেই শেষ হবে সাফাই কাজ।

ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়ে গিয়েছে। দেশের ২৯টি স্টেশনে এই পরিষেবা চালু হয়েছে। তালিকায় রয়েছে – নয়াদিল্লির আনন্দ বিহার, পুরী, চেন্নাই, শিরডি, বারাণসী, গান্ধীনগর, মাইসুরু এবং নাগপুর। এছাড়াও আরও অনেকগুলো স্টেশন রয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *