জানেন মানুষ কিভাবে ঘুমিয়ে পড়ে? কোন অঙ্গের সাহায্যে মানুষের ঘুম নিয়ন্ত্রিত হয়?

জানেন মানুষ কিভাবে ঘুমিয়ে পড়ে? কোন অঙ্গের সাহায্যে
মানুষের ঘুম নিয়ন্ত্রিত হয়?

জানেন মানুষ কিভাবে ঘুমিয়ে পড়ে?
কোন অঙ্গের সাহায্যে
মানুষের ঘুম নিয়ন্ত্রিত হয়?

বিজ্ঞানীরা বের করে আনল
সেই উত্তর!

মস্তিষ্কের ভিতরে লুকিয়ে রয়েছে
ছোট্ট একটি অঙ্গ!
যার সাহায্যে মানুষ ঘুমাই!

কি নাম অঙ্গটির?
কিভাবে কাজ করে এই অঙ্গ?

মানুষ কিভাবে ঘুমিয়ে পড়ে এই তথ্য এতদিন পর্যন্ত কোনও বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি। বিজ্ঞানীদের অনুমান ছিল মানুষের শরীরে ক্লান্তি এলে মানুষ ঘুমাই। কিন্তু এই ঘুম কিভাবে নিয়ন্ত্রিত হয়, কোন অঙ্গের সাহায্যে মানবদেহে ঘুমের মতন বিষয়টি পরিচালিত হয় সেই তথ্য ধরা ছোঁয়ার বাইরে ছিল। তবে এবার গবেষণা চালিয়ে মস্তিষ্কের এই জটিল তত্ত্ব সম্বন্ধে জানতে পেরেছেন বেলজিয়ামের লিয়েজ বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক।

গবেষনায় তারা জানতে পেরেছে মানব শরীরে ঘুম নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের পিছনের দিকে থাকা নীল রঙের একটি বিন্দু। যার মাপ ২ সেন্টিমিটার। দেখতে একটি স্প্যাগেটির মত। বিজ্ঞানীরা এই নীল বিন্দুটি আগে থেকেই চিনতেন। তবে এই নীল বিন্দুটির কাজ সম্পর্কে জানত না। সম্প্রতি গবেষণা থেকে জানতে পারা গেছে মস্তিষ্কের ওই নীল বিন্দু মানুষের ঘুমকে নিয়ন্ত্রণ করে। নীল বিন্দুটি বৈজ্ঞানিক নাম লোকাস সিরুলিয়াস। বিভিন্ন অত্যাধুনিক গবেষণা পর্ব চালিয়ে মস্তিষ্কের এই নীল বিন্দুটির কাজ সম্পর্কে অবগত হতে পেরেছে বিজ্ঞানীরা। এমনকি এর রঙ যে নীল, সেটাও ধরা পড়েছে গবেষনায়।

মস্তিষ্কের অনেক কাজ কিভাবে হয় তা এখনো অধরা বিজ্ঞানীদের কাছে। তবে ঘুমের রহস্য ভেদটা হয়ে যাওয়ায় একে একে মস্তিষ্কের আরো অনেক তথ্য জানতে পারবে বিজ্ঞানীরা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *