Raaat

Focus

 

রাতের অন্ধকারে

পঞ্চায়েতের ঘরে কি করছে

প্রাক্তন প্রধান ?

হচ্ছে টা কি?

 

কি কাজ এত রাত্রে !?

 

নথিপত্র সরাতেই আগমন নাকি!

 

 

“বর্তমান প্রধানের ডাকেই যাওয়া” পাল্টা প্রাক্তন প্রধান।

 

 

পান্ডুয়ার ঘটনায় ‘ঘেঁটে ঘ’ সাধারণ মানুষ।

 

 

Body:- রাজ্যে পঞ্চায়েত ভোট শেষ হলেও এর রেষ যেন কাটতেই চাইছে না। এখনো প্রতিদিন কোথাও উঠে আসছে প্রার্থী কেনার খবর তো কোথাও আবার শোনা যাচ্ছে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ। নতুন ভার্সেস পুরাতনদের যুদ্ধে এক কথায় যুদ্ধ-যুদ্ধ অবস্থা গ্রাম বাংলার। আর পান্ডুয়ার জায়ের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতও তারই উদাহরণ।

 

জানা যায়, এদিন হঠাৎই রাতে প্রাক্তন প্রধান ‘মিন্টু রায়’ তার দল-বল নিয়ে ঢোকেন পঞ্চায়েতে। এই খবর প্রচার হতেই ক্ষোভে ফেটে পড়ে মানুষ। তৃণমূলেরই আরেক গোষ্ঠী ও বিজেপির তরফে শুরু হয় বিক্ষোভ। অভিযোগ নথি সরানোর জন্যই মিন্টু গেছে পঞ্চায়েতে।

 

তবে, সব অভিযোগ অস্বীকার করে মিন্টু। তার বক্তব্য –

 

Byte:- (00:53-01:23) & (2:08- 2:34) full video 3:20

 

 

এদিকে, এই বিষয়ে বর্তমান প্রধানও পাশে দাঁড়ান প্রাক্তন প্রধানও। তিনি জানান-

 

Byte:- (00:03- 00:33) full video 1:35

 

অপরপ্রান্তে, তৃণমুলের এই অন্তর্দ্বন্দ্বের মাঝেই মাঠে নেমে পড়ে বিজেপি। তৃণমূলকে আক্রমণ করে স্থানীয় বিজেপি কর্মী অভিষেক আদকের বক্তব্য –

 

Byte:- (00:02-00:30) full video 1:09

 

 

সব ঘটনা পান্ডুয়া ব্লক তৃণমুল সভাপতির কাছে জানানো হলে। তিনি বলেন -“কেউ যদি নিজেকে দলের উর্ধ্বে গিয়ে নিজেকে কেউকেটা ভাবে সেটা ঠিক নয়। আমি এই বিষয়ে জেলা নেতৃত্বকে জানাবো তারা তদন্ত করবে।

 

 

 

পরিশেষে বলতেই হয়, সামনের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের এই ছোট-ছোট গোষ্ঠী দ্বন্দ্বগুলি তাদের এক বড় মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াতে পারে।

 

 

End


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *