Durghatana

Title:ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে যাত্রীবাহী ট্রেন বাঁচালো পঞ্চম শ্রেণীর পড়ুয়া! দেখুন সেই ভাইরাল ভিডিও

 

 

বয়স মাত্র ১১ !

পরনে লাল জামার একটা ছোট্ট লুঙ্গি

এই পড়েই শতাধিক মানুষের প্রাণ বাঁচালো এক শিশু।

 

ঈশ্বর নয় একেবারে রক্ত মাংসের মানুষ,

অলৌকিক নয়, সবটাই বাস্তব।

 

কি এমন ঘটালো এই শিশু যার জন্য,

যমের মুখ থেকে ফিরে এলো যাত্রীবাহী একটি গোটা ট্রেন?

 

দেখুন সেই ভাইরাল ভিডিও

 

 

 

রাখে হরি মারে কে! মাত্র পঞ্চম শ্রেণীর ছাত্রের হাতে বাজলো শতাধিক প্রাণ! একরত্তির বুদ্ধিতে প্রাণে বাঁচল শতাধিক মানুষ। ঠিকই শুনছেন! কিন্তু ঠিক কিভাবে এই অসাধ্য সাধন করলো সে ,ঘটনার বিবরণ শুনলে গাছ শিউরে উঠবে। তবে শুনুন সেই রুমা হর্ষক গল্প

 

বয়সটা মাত্র ১২ বছর, তবে বয়স দেখে বিচার করবেন না তার ক্ষমতা। তার ক্ষমতা রয়েছে অসম্ভবকে সম্ভব করবার। নয়তো তার বুদ্ধিতে কখনো বাঁচে যাত্রীবাহী গোটা ট্রেন! ঠিক কি ঘটেছিল এই দিন?এই বিষয়ে কিশোরের মা জানান

 

 

0!;16-0;43maa

 

তবে পরবর্তীতে জানা যায় আপ শিয়ালদহ শিলচরগামী কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস নিজের ট্রাক মেনেই আসছিল স্টেশনের উদ্দেশ্যে। দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ছুটে যাচ্ছিল উদ্দেশ্যে। তবে কে জানত মালদা জেলার ভালুকা রোড স্টেশনের পেরোতেই বিপত্তি অপেক্ষা করছিল ট্রেনটির জন্য। ঘটনাচক্রের সেই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন আট বছরের এই কিশোর নাম মুরসালিম। কড়িয়ালী বারিনওয়ার মিশন বিদ্যালয়ের ছাত্র সে । সেই হঠাৎ লক্ষ্য করে আপ লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গেছে। এরপরই সে যা করে তা অত্যন্ত অবাক জনক। তড়িঘড়ি নিজের পড়নে লাল গেঞ্জি খুলে ট্রেনের ট্রাকে দাঁড়িয়ে সংকেত দিতে থাকে চালককে। লাল সংকেত দেখে চালক এমারজেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করায়।

এই যাত্রায় প্রাণ বাঁচে শত শত মানুষের। প্রাণ বাঁচে আবালবৃদ্ধবনিতার।

0:10-0;43

 

এই ঘটনার কিছুক্ষন পর রেলকর্মীরা ছুটে এসে আপ লাইন মেরামতি করে। তারপর ট্রেনটি সুষ্ঠভাবে গন্তব্যে পৌঁছায়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *