Bhagya

Focus

আপনিও কি চান আপনার ভাগ্য বদলাতে?

এবার চাইলেই পারবেন ভাগ্য কিনতে,

পারবেন বদলাতেও!

 

চাল, ডালের মতন বিক্রি হচ্ছে ভাগ্য।

 

 

বাস্তবের বাজারেই দেখা মিলল এক ভাগ্য বিক্রেতার।

অবিশ্বাস্য

উত্তরবঙ্গের এই বিক্রেতা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।

 

কিন্তু কে এই ভাগ্য বিক্রেতা?

…জানুন

 

 

 

Body:- কথায় বলে, ভাগ্য সহায় হলে সবই সম্ভব। ভাগ্যের চাকা ঘুরলে সাত সমুদ্রও পার করা সম্ভব। কিন্তু এই ভাগ্যই অনেক সময় বিমুখী হয়। ভাগ্যের অভাবে জীবন ভরে ওঠে দুঃখ কষ্টে। অনেকেই আক্ষেপের সুরে বলে ” ভাগ্য নেই ভাই, আমদের ভাগ্যতেই নেই”

 

তবে ভাবুন তো, এই ভাগ্যই যদি বাজারে কেনা যেত তবে কেমন হতো ?

 

অবাক লাগছে তাই না ? তবে, শুনুন এবারে জলপাইগুড়ির অন্তর্গত ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি অঞ্চলে খোঁজ মিলল এমনই এক বিক্রেতার। নাম কৃষ্ণচন্দ্র সেন।

 

আসলে, ভাগ্যের নামে তিনি লটারি বেঁচেন। লটারি কেটে ভাগ্য বদলানোর অনেক গল্পই শোনা যায়। রাতারাতি লটারি খেতে ভাগ্য ফেরে অনেকের। তাই তিনি এই লটারিকেই ভাগ্য হিসেবে বিক্রি করেন।

 

 

সৃজনশীল এই বৃদ্ধ ব্যবসায়ী খুব ভালোমতন জানেন বিজ্ঞাপনের যুগে কোন কিছুই আকর্ষণ ছাড়া বিক্রি হয় না। তাই পকেটে দেবাঙ্গন সার্টিফিকেট নিয়ে ভ্যান চালিয়ে বিশেষ স্টাইলে লটারি বিক্রি করেন তিনি। ক্রেতাদের আরও আকৃষ্ট করতে পুরুষ কন্ঠ থেকেই বের করেন নারী কণ্ঠ।

 

অর্ধপঙ্গু সৃজনশীল কৃষ্ণচ্ন্দ্র বাবুর বক্তব্য –

 

Byte:- (00:22-00:47) & ( 1:51-02:07) full video 2:07

 

 

 

এভাবেই, বেঁচে থাকুক কৃষ্ণচন্দ্র বাবুর মতন ব্যক্তিত্বরা। বেঁচে থাকুক তাদের সৃজনশীলতা। চলতে থাকুক তাদের জীবন সংগ্রাম।

 

 

End


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *