2;23-2:41
সৌরভের বিরুদ্ধে সরব নওশাদ।
সৌরভের স্পেন সফর নিয়ে বিস্ফোরক আইএসএফ নেতা
“শিল্প আসবে না, স্পেনে মোচ্ছব চলছে” !
” বাংলার ছেলে বাংলায় বিনিয়োগ করবেন তার জন্য আবার স্পেন সফর?”
নাম করেই সৌরভকে তীব্র আক্রমণ নওশাদ সিদ্দিকির।
তুমূল বিতর্ক সৃষ্টি রাজনৈতিক মহলে।
Body :- এবারে রাজনীতির নোংরা কাদা ছোঁড়াছুঁড়ির শিকার হলেন বাংলার দাদাও। এদিন তুমুল কটাক্ষের শিকার হতে হলে তাকে।
আসলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন স্পেন সফরে। আর এখানে গিয়েই একের পর এক ঘোষণা করছে সে। তার মধ্যেই সবচেয়ে বড় ঘোষণা হল সৌরভের শালবনীতে ইস্পাত কারখানায় বিনিয়োগ। বাংলার দাদার এমন নতুন অবতারের হতবাক সকলেই। তার এই নতুন অবতারের মিশ্র প্রতিক্রিয়া মিলছে। তবে তাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অনেক রাজনৈতিক নেতাই এই বিষয়ে সৌরভকে কটাক্ষ করেছেন। তবে এই দিন সব সীমানা ছাড়িয়ে গেলেন ISF নেতা ও ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকি।
নাম করেই এদিন একযোগে তিনি আক্রমন করেন মহারাজকে। তিনি বলেন
Footage:- (1:10-1:35) & (1:47-2:05) & ( 2:24-2:41)
পাশাপাশি, সৌরভ গাঙ্গুলির ক্রিকেট অ্যাকাডেমির চড়া ফিজ নিয়ে কটাক্ষ করেন তিনি।
Footage :- (2:59-03:18)
এবারে এই বক্তব্যের পাল্টা কোনো উত্তর সৌরভের তরফে আসে কিনা সেটাই এখন দেখবার বিষয়।
End
Leave a Reply