Cue হাসি ফুটল শুশুনিয়া পাহাড়ে, শুরুতেই সাফল্য সিড বম্ব প্রোজেক্টে। বর্ষার শেষ হওয়ার আগেই মাটির গহবর থেকে মাথাচাড়া দিল আকাশমনি, বাবুলের দল। শুশুনিয়া পাহাড় সবুজায়নের পথে আরো এক ধাপ। বিস্তারিত জানাতে আমাদের প্রতিনিধি অঙ্কিত ,বাঁকুরা থেকে রয়েছে আমাদের সাথে।
Dispatch
ছাতনা বন দপ্তর এর রেঞ্জার এশা বোস জানান, গত দুমাস আগে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে সবুজায়ন বৃদ্ধির উদ্দেশ্যে সিড বোম্ব প্রোজেক্টের উদ্দোগ নেয়া হয়। দুই হেক্টর জমিতে 200 টি চারা লাগানো হয়।এর মধ্যেই কিছু আকাশমনি, বাবুলের চারার অঙ্কুরোদগম হয়েছে। যা এই প্রজেক্টের প্রথম সাফল্য। জানা যাচ্ছে, পরবর্তীতে মানুষ এবং প্রকৃতির হাত থেকে চারাগুলো বাঁচানো ,সর্বোপরি বাড়তি সুরক্ষা দেয়াই হবে বন দপ্তরের প্রধান উদ্দেশ্য । অন্যদিকে এই সাফল্যের পর বন দপ্তর এর নতুন উদ্দোগ বাকি ২৫ হেক্টর জমিতে শাল, আমলকি, হরিতকি বপন করা।
বাঁকুড়া থেকে অঙ্কিত রায়ের খবর বিবিসি।
Leave a Reply