College

কলেজের মধ্যেই প্রকাশ্যে মদ্যপান করছে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক।

 

দিনে দুপুরে চলছে সুরা পান।

 

ক্যাম্পাস না মদের টেক!

যাদবপুরে বিরোধিতার পর তৃণমূলের এমন কাণ্ড!

তৃণমূলকেই ফেলল বিপদে!

 

 

 

কথায় আছে নিজের বেলা আটিসুটি পরের বেলা দাঁতকপাটি বাংলার এ প্রবাদ বাক্য মনে হয় এ ক্ষেত্রে সবথেকে বেশি প্রযোজ্য । অন্তত বিরোধীরা এমন কথাই বলছে । যাদবপুর বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে মাদক সেবন নিয়ে যখন সবচেয়ে বেশি সরব হয়েছে তৃণমূল । তখন তৃনমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদককে প্রকাশ্যে কলেজ ক্যাম্পাসের মধ্যে মাদক সেবন করতে দেখা গেল । কলেজের মধ্যেই চলছে সুখটান আবার গলায় ঢেলে দিচ্ছেন রঙিন জল।

0;00-0;32

 

কার্যত এমনই এক ভিডিও হয়েছে ভাইরাল। জানা যায় পূর্ব বর্ধমান জেলার 2 নম্বর ব্লকের হাটগোবিন্দপুর ডক্টর ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ের তৃনমূলের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হিতেশ শেঠ তিনি কলেজ ক্যাম্পাসের ভিতরে কয়েকজনকে সঙ্গে নিয়ে মাদকদ্রব্য সেবন করছেন।

সমাজ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই কার্যত বিপদে পড়তে হয়েছে তৃণমূলকে ।যাদবপুর বিশ্ববিদ্যালয় মাদক সেবন নিয়ে সরব হওয়ার পর তৃণমূল যে ক্যাম্পাসে মদ্যপান বিরোধী তা তারা স্পষ্ট করেছিল । ঠিক তার পরেই তৃনমূল এর নিজস্ব কর্মী এমন কাণ্ড ঘটাতে খানিক হলেও সমস্যায় ফেলেছে শাসকদলকে। যদিও এই বিষয়ে রাজ‍্য তৃনমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান এখন কি সেবন করছেন সেটা দেখতে হবে আর যে ভিডিও ভাইরাল হয়েছে তার সত‍্যতা যাচাই করতে হবে।

Byte0;00-0;27

 

বর্তমানে এই নিয়ে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া, তবেএই ভিডিও সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। ।

অন্যদিকে এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

1;15-1:52


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *