চরম বিতর্ক বাইরণ বিশ্বাস কে ঘিরে
এবার আর ফোন করে হুমকি নয়
বারূ গিয়ে অশালীন আচরণ বাইরণ এবং তার দেহরক্ষীর
তৃণমূলে এসেই ক্ষমতার অপব্যবহার
0;37-0;54 neel
সাগরদিঘী উপনির্বাচনের পর থেকে রাজনীতির ময়দানে বাইরন বিশ্বাস হয়ে উঠেছে মীরজাফরের জল জ্যান্ত উদাহরণ ।বাম সমর্থিত কংগ্রেসের টিকিটে জয়লাভ করে কিছু মাসের মধ্যেই রং বদলে ফেলে সে । হয়ে যায় তৃণমূলের লোক। সেই থেকে আজ পর্যন্ত তৃণমূলই রয়েছে বাইরন বিশ্বাস। এর আগেও একাধিকবার বিভিন্ন রকম রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন তিনি । এবার রাতবিরেতে বারে গিয়ে অশালীন আচরণ করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে এই ঘটনায় নদীয়ার শান্তিপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির।
Byte 0;00-0;53 neela
তাদের দাবি গতকাল শান্তিপুরে, গোবিন্দপুর বাইপাস মোড়ে একটি বারে মধ্যরাত্রি এসে তিনি তার সহকর্মী নিরাপত্তা রক্ষীরা মদ্যপ অবস্থায় অশালীন আচরণ করে অন্যান্য খরিদ্দারদের সাথে। তৃণমূলের প্রভাব খাটিয়ে তিনি, তাদের হুমকিদেন।
Byte
একজন বিধায়কের এ ধরনের আচরণে, ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব পথ অবরোধ করেন। এদিন এই বিক্ষোভে উপস্থিত ছিলেন, ভারতীয় জনতা পার্টির কিষান মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার, অমিত বৈরাগী, চঞ্চল চক্রবর্তী সহ বিভিন্ন মন্ডল সভাপতি, এবং বিজেপির বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ। তারা জানান, আদিবাসী অধ্যুষিত এই এলাকায়, যেখানে ধর্মীয় পিঠস্থান অদ্বৈত আচার্যের মন্দির, একটি উচ্চ বিদ্যালয় এবং দুটি প্রাথমিক বিদ্যালয় সহ পঞ্চায়েত অফিস অবস্থিত, বাইপাসের অত্যন্ত ব্যস্ততম এই এলাকায় কিভাবে রাজ্য সরকার এই বারের অনুমতি দেয়,?
Byte 0;53-1:23 sada
Leave a Reply