জনসাধারণের সুবিধার্থে অক্টোবর মাসেই ব্যাংক থেকে শুরু করে রোজকার জীবনের একাধিক ক্ষেত্রে আসতে চলেছে বিরাট পরিবর্তন। প্রত্যেক অর্থনৈতিক বর্ষের মতো এবারও মাসের শুরুতে জারি হচ্ছে নতুন নিয়ম। যার ফলে বিরাট প্রভাব পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটেও। অক্টোবর থেকে যে নতুন নিয়মগুলি চালু হচ্ছে তা বিরাট পরিবর্তন আনতে চলেছে সাধারণ মানুষের জীবনে। একনজরে দেখে নেওয়া যাক ঠিক কী কী অর্থনৈতিক পরিবর্তন আসছে জনজীবনে?
এবার থেকে বিদেশে ঘুরতে গেলে মোটা টাকা খরচ হতে পারে ৷ ১ অক্টোবর থেকে বিদেশযাত্রায় ৭ লক্ষ টাকা পর্যন্ত ট্যুর প্যাকেজে ৫ শতাংশ টিসিএক্স (TCX) দিতে হবে ৷ আর ৭ লক্ষ টাকার বেশি ট্যুর প্যাকেজের ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত টিসিএক্স (TCX) দিতে হবে ৷
৩০ সেপ্টেম্বরের মধ্যে পিপিএফ, পোস্ট অফিস সেভিংস স্কিম, এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার সঙ্গে আধার লিঙ্ক না করলে ১ অক্টোবর থেকে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে ৷ যার ফলে ওই গ্রাহকদের লেনদেন বন্ধ হয়ে যাবে ৷ তাই দেরি না করে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই এইসব অ্যাকাউন্ট গুলির সঙ্গে আধার লিঙ্ক করতে হবে ৷
প্রতি মাসের পয়লা তারিখেই এলপিজি, পিএনজি ও সিনজির গ্যাসের দামে আসে বিরাট বদল ৷ তাই ১ অক্টোবর থেকেও গ্যাসের দাম বাড়তে বা কমতে পারে।
২০১৬ সালের পর দ্বিতীয় দফার নোটবন্দি হতে চলেছে পয়লা অক্টোবর থেকেই। ২,০০০ টাকার নোট আর চলবে না। যার ফলে আগামী মাস থেকেই ২,০০০ টাকার নোট শুধুই কাগজের টুকরোয় পরিণত হবে ৷ তাই সময় থাকতে ৩০ সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা করে ফেলুন। একবারে ১০টি পর্যন্ত নোট এক্সচেঞ্জ করে ৫০০-১০০-র নোট নিয়ে নিতে পারবেন। ১ অক্টোবর থেকে কিন্তু ২০০০ টাকার নোট আর পরিবর্তন করার সুযোগ পাওয়া যাবে না।
অক্টোবর মাসে ১৬ দিনের ব্যাঙ্ক ছুটি ৷ ২ অক্টোবর গান্ধি জয়ন্তী থেকেই ছুটি শুরু হচ্ছে ব্যাঙ্কে। তারপর দুর্গাপুজো থেকে শুরু হয়ে যাচ্ছে একের পর এক উৎসব ৷ যা সরাসরি প্রভাব ফেলতে চলেছে ব্যাঙ্কিং পরিষেবা কিংবা ব্যক্তিগত অর্থনীতির ওপর। তাই দেরি না করে এই কাজ গুলি সেরে নিন আজই।
Leave a Reply