সারা বছরই বাজারে আসে নিত্য-নতুন ফোন। তবে পুজোর আগে জামাকাপড়ের মতোই এখন বিক্রি হচ্ছে নতুন লঞ্চ হওয়া বেশ কিছু ফোন। নতুন ফোন কেনার আগে প্রথমেই সবার চোখ যায় ক্যামেরার দিকেই। তবে ভাল ক্যামেরা শুধু নয় সেইসাথে প্রয়োজন ভাল ব্যাটারি ব্যাকআপ,র্যাম, প্রসেসর সহ আরও কত কী! আজকের প্রতিবেদনে থাকছে এমনই সব দুর্দান্ত ফিচার সম্পন্ন ১৫-২০ হাজার টাকা দামের ফোন। রইল তালিকা।
ইনফিনিক্স জিটি ১০ প্রো: এই ব্র্যান্ড নিউ মোবাইলটি বাজারে একেবারে নতুন। ৬.৬৭ ইঞ্চি স্ক্রিনের এই ফোনে আছে ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা এবং ১০৮ এমপি রিয়ার ক্যামেরা। রয়েছে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেন্সিটি ১৩০০ প্রসেসর, আর রয়েছে ৮জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনের ব্যাটারি ব্যাকআপও ৫০০০ এমএএইচ। অ্যান্ড্রয়েড ১৩ ভার্সানের এই মোবাইলের দাম শুরু ১৯,৯৯৯ টাকা থেকে।
টেকনো পোভা ৫প্রো: একঝাঁক নতুন মোবাইল গুলির মধ্যে বিশেষভাবে নজর কাড়ছে টেকনো পোভা ৫ প্রো। এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির স্ক্রিন, আর ১৬ এমপি ফ্রন্ট এবং ৫০ এমপি ব্যাক ক্যামেরা। এই মোবাইলের র্যাম ৮জিবি এবং স্টোরেজ ২৫৬ জিবি। রয়েছে ৫০০০ এমএএইচের দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ। অ্যান্ড্রেয়েড ১৩ ভার্সানের এই মোবাইলের দামও কম ।
ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি: ৬.৭২ ইঞ্চি স্ক্রিনের এই ফোনের সামনে ১৬ এমপি ক্যামেরা আর পেছনে থাকে ১০৮ এমপি ক্যামেরা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসরের এই মোবাইলের র্যাম ৮জিবি আর স্টোরেজ ২৫৬ জিবি। সঙ্গে রয়েছে ৫০০০ ব্যাটারি ব্যাকআপ।
স্যামসং গ্যালাক্সি এম৩৪ ৫জি: যারা স্যামসঙ ব্রান্ডের ওপর ভরসা করেন এই মোবাইলটি তাঁদের জন্যই। ৬.৫ ইঞ্চির স্ক্রিনের সঙ্গে এই ফোনে থাকে অক্টা কোর প্রসেসর। এই মোবাইলের সামনে রয়েছে ১৩ এবং পিছনে ৫০ ও ৮ এমপি ক্যামেরা। সেইসাথে রয়েছে ৬ জিবি ও ৮ জিবি দুরকম র্যাম। তাছাড়াও পাওয়া যাবে ১২৮ জিবির স্টোরেজ। এখানেই শেষ নয় থাকছে ৬০০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ। এই মোবাইলের দাম ২০০০০ হাজার টাকার মধ্যেই।
স্যামসাং গ্যালাক্সি এম১৪: স্যামসঙ প্রেমীদের জন্য তালিকায় রয়েছে স্যামসঙের আরও একটি ফোন। ৬.৬ত ইঞ্চি স্ক্রিন সম্পন্ন এই ফোনের সামনে ১৩ এমপি ও পিছনে রয়েছে ৫০ এমপি ক্যামেরা। সঙ্গে রয়েছে অক্টা কোর প্রসেসর। সাধ্যের মধ্যেই অ্যান্ড্রয়েড ১৩ ভার্সানের এই মোবাইলে পাওয়া যাবে ৬০০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ।
মোটো জি ৭৩: ৬.৫০ ইঞ্চি স্ক্রিনের এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেন্সিটি ৯৩০ প্রসেসর, ফ্রন্টে ১৬ এমপি আর ব্যাকে রয়েছে ৫০ এমপি ও ৮ এমপি ক্যামেরা। এই মোবাইলে র্যাম রয়েছে ৮ জিবি আর স্টোরেজ ১২৮ জিবি, সঙ্গে রয়েছে ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি ব্যাকআপ।
রিয়েলমি ১০: এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চি স্ক্রিন, অক্টা কোর প্রসেসর, ৮ এমপি সামনের ক্যামেরা আর ৫০ এমপি ও ২ এমপি। আরও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, দাম শুরু ১৪,৪৯৯ টাকা।
রেডমি কে ৫অআই ৫জি: মিডিয়াটেক ডাইমেন্সিটি ৮১০০ ৫জি প্রসেসরের এই ফোনে রয়েছে ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা আর ৬৪, ৮ ও ২ এমপি ব্যাক ক্যামেরা। র্যাম রয়েছে ৬ জিবি ও ৮ জিবি এবং স্টোরেজ থাকছে ১২৮ জিবি ও ২৫৬ জিবি। এছাড়াও পাওয়া যাবে ৫০৮০ এমএএইচ সম্পন্ন দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ। তবে এটি অ্যান্ড্রয়েড ১২ ভার্সানের মোবাইল। দাম ২০,৯৯৯ টাকা।
পোকো এক্স৫ প্রো: নতুন এই মোবাইলে রয়েছে ৬.৬৭ ইঞ্চির স্ক্রিন। ফোনের সামনে ১৬ আর পিছনে ১০৮ এমপি ক্যামেরা রয়েছে। এই ফোনের র্যাম হতে পারে ৬ ও ৮ জিবি আর স্টোরেজ হতে পারে ১২৮ জিবি কিংবা ২৫৬জিবির। ব্যাটারি ব্যাকআপ ৫০০০ এমএএইচ। তবে এটি কিন্তু অ্যান্ড্রেয়েড ১২ ভার্সানের মোবাইল। যার দাম পড়বে ২০,৯৯৯ টাকা।
ভিভো আইকু জি৭: অ্যান্ড্রেয়েড ১৩ ভার্সানের এই ফোনটিতে রয়েছে ৬.৩৮ ইঞ্চি স্ক্রিন, সঙ্গে রয়েছে ৬৪ এমপি ক্যামেরা। ৬ এবং ৮ জিবি র্যামের পাশাপাশি থাকছে ৪৫০০এমএ এইচ ব্যাটারি ব্যাকআপ। দাম ২৩.৯৯৯ টাকা।
রেডমি ১২ ৫জি: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ যেন ২ প্রসেসরের এই ফোনের ৬.৭৯ ইঞ্চি স্ক্রিন রয়েছে, সঙ্গে রয়েছে ৫০ এমপি ও ২ এমপি পিছনের ক্যামেরা ও ৮ এমপি সামনের ক্যামেরা। ফোনটি ৪, ৬ ও ৮ জিবি র্যামে পাওয়া যাবে, আর স্টোরেজ হবে ১২৮ জিবি আর ২৫৬ জিবি, অ্যান্ড্রয়েড ভার্সান ১৩ ও ব্যাটারি ব্যাকআপ ৫০০০ এমএএইচ। দাম শুরু ১১,৯৯৯ টাকা থেকে।
Leave a Reply