ভারতও পারল না এবার আমেরিকা তৈরি করে ফেলল
বিশ্বের ২য় বৃহত্তম মন্দির! যা নির্মাণে লেগেছে ১২ বছর
ভারতও পারল না
এবার আমেরিকা তৈরি করে ফেলল
বিশ্বের ২য় বৃহত্তম মন্দির!
যা নির্মাণে লেগেছে ১২ বছর!
বিশ্বের সমস্ত পবিত্র জিনিস
রাখা হয়েছে মন্দিরটিতে!
মন্দিরটির আদল দেখলে
ভিমড়ি খাবেন!
কি নেই?
সাদা চকচকে শ্বেত পাথরের কারুকার্য
বিশাল বড় বড় জায়গা!
কোটি কোটি টাকার উপর দাঁড়িয়ে
বিলেতি মন্দিরটি!
যার কাছে চুনোপুঁটি
রাম মন্দির থেকে মায়াপুর
বিশ্বের প্রাচীনতম ধর্ম সনাতন ধর্ম। এই ধর্ম ছড়িয়ে রয়েছে বিশ্বের নানান প্রান্তরে। কথায় বলা হয়, এই ধর্মের সংস্কৃতি সর্বাপেক্ষা উত্তম। তাইতো গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে এই ধর্ম। আর এবারে আমেরিকার বুকেও ফের একবার স্থাপন হল এই ধর্মের মন্দির।
Leave a Reply